টিপ টিপ গানের শুটিংয়ের পর রাভিনা কেন ইনজেকশন নিয়েছিলেন

রাভিনা

বিনোদন ডেস্ক : ‘টিপ টিপ বারসা পানি’ গানের জনপ্রিয়তা আজও কমেনি। জনপ্রিয় এই গানের পর রাভিনা ট্যান্ডন টিটেনাস ইনজেকশন নিয়েছিলেন। কিন্তু কেন? সম্প্রতি সেই ঘটনা ফাঁস হয়েছে। ফাঁস করলেন সয়ং অভিনেত্রী নিজেই।

রাভিনা

১৯৯৪ সালে মুক্তি পায় ‘মহড়া’ সিনেমা। সেই সময় থেকে আজও এই গানের জনপ্রিয়তা এতটুকু কমেনি। ইন্ডিয়া টুডের খবরে জানা গেছে, এমন একটা জায়গাতে গানটির শুটিং করা হচ্ছিল, যেখানে তখন চলছিল নির্মাণকাজ।

খালি পায়ে শুটিং করতে খুব ভোগান্তি পোহাতে হয় নায়িকার। প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে থাকলেও আহত হন রাভিনা। তার পা, হাঁটু কেটে যায়। সঙ্গে সঙ্গেই টিটেনাস ইনজেকশন দিতে হয়।

বৃষ্টির গানে শাড়িতে আবেদনময়ী পারফরম্যান্স দেখে দর্শকেরা আনন্দ পেলেও, বাস্তবে শুটিং ততটা সহজ ছিল না। এর পেছনে আরও অনেক কষ্টের গল্প রয়েছে।

ছবিটি জুম করে দেখুন, গাছ না মানুষ কোনটি আগে দেখলেন

‘টিপ টিপ বারসা পানি’কে বলিউডের জনপ্রিয় গানের একটি মনে করা হয়। ‘মহড়া’ সিনেমায় অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন ছাড়া ছিলেন সুনীল শেঠি, পরেশ রাওয়াল ও নাসির উদ্দিন শাহ। রাভিনা ট্যান্ডনকে নতুনরূপে দেখা যাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায়।