বিনোদন ডেস্ক : বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে।
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
বর্তমান প্রজন্মের বেশিরভাগই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যেতে চান বহু মানুষের কাছে। আর এক্ষেত্রে দূরত্ব, শহর কিংবা দেশ কোনটাই বড় হয়ে দাঁড়ায় না। যদি সোশ্যাল মিডিয়ার গানের কিংবা নাচের কিংবা আঁকার যেকোন ভিডিও নেটনাগরিকদের একাংশের দৃষ্টি আকর্ষণ করে তাহলে, সেটি ভাইরাল হতে বাধ্য। বলাই বাহুল্য, যদি কোন ঝলক সোশ্যাল মিডিয়ার একাংশকে ধরে রাখতে পারে তবেই সেটি ভাইরাল হবে। সম্প্রতি তেমনি একটি ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘আর ওয়ার্ল্ড অফিসিয়াল’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল দু’মাস আগে। বর্তমানে যা আড়াই লাখেরও কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এটি একটি ওয়েডিং সেরিমনির ঝলক। জারা ও ফাহিমের ওয়েডিং সেরিমনিরতেই নাচতে দেখা গিয়েছিল এই দুই পাকিস্তানি নৃত্যশিল্পীকে।
বলিউডের হিট গান ‘টিপ টিপ বর্ষা পানি’র তালেই নজর কেড়েছিলেন তারা। এটি খুব সম্ভবত পাকিস্তানেরই কোন বিবাহ অনুষ্ঠানের ঝলক। আপাতত, সোশ্যাল মিডিয়ার পাতায় একাংশের মাঝে এই দুই পাকিস্তানি নৃত্যশিল্পী বেজায় চর্চিত ও প্রশংসিত। সেই ঝলক রয়েছে ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।