বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্ষার কারণে যখন তখন বৃষ্টি হচ্ছে। কিন্তু রাস্তায় হঠাৎই বৃষ্টি নেমে গেলে ফোনটাকে কীভাবে বাঁচানো যায়, সেই চিন্তা সবার প্রথমে আসে। কারণ স্মার্টফোন বর্তমানে জীবনের এমন একটি অংশ হয়ে গিয়েছে, যা ছাড়া কোনও কাজই সম্পূর্ণ হয় না। ফলে আপনি ভিজে গেলেও ফোনটিকে কোনও মতোই ভিজানো যাবে না। তাই বৃষ্টিতে আপনি চাইলেই আপনার ফোনটিকে সুরক্ষিত রাখতে পারেন।তার জন্য মেনে চলতে হবে সামান্য কিছু টিপস। চলুন জেনে নেওয়া যাক।
১) কোনো কারণে যদি কোনোদিন ফোনে জল ঢুকে যায় তার জন্য ভয় পাবেন না। বরং ফোনটি সঙ্গে সঙ্গে চালের ড্রামে রেখে দিন। অন্তত ৩-৪ ঘণ্টা ফোনটাকে ওই চালের ড্রাম থেকে বার করবেন না। বরং চাল ফোনের ভিতরে জমে থাকা জল শুষে নেবে।
২) বর্ষার দিনে বাইরে বেরোলে সঙ্গে সব সময়ে একটি পলিথিন রাখুন। কারণ রাস্তায় হঠাৎ বৃষ্টি শুরু হলে ওই পলিথিনে ফোনটা ঢুকিয়ে রাখুন। চাইলে জিপার লক ব্যাগও ব্যবহার করতে পারেন। সেই ব্যাগের ভিতরে ফোন ঢুকিয়ে জিপ লক করে দিন।
৩) এছাড়াও ফোনের একটা ওয়াটারপ্রুফ কভার কিনে রাখতে পারেন। এই কভারে ফোন ঢুকিয়ে নিলে আর ভিজে যাওয়ার ভয় থাকবে না। এই কভারের মধ্যে রেখেও ফোন ব্যবহার করতে পারেন।
৪) কোনও কারণে যদি ফোনে জল লেগে যায়, তা হলে প্রথমেই ফোনটি বন্ধ করে দিন। তার পর শুকনো কাপড় দিয়ে ভাল করে মুছে নিন। জল ফোনের মধ্যে ঢুকে যাতে শট সার্কিট না হয়ে যায়, সে জন্য ফোন বন্ধ করে দেওয়াই শ্রেয়।
৫) ফোন যদি কোনও ভাবে ভিজে যায়, সে ক্ষেত্রে সঙ্গে সঙ্গে তা চার্জে বসাবেন না। ফোন সম্পূর্ণ শুকিয়ে গেলে তবে চার্জে বসান। চার্জ না থাকলেও ভিজে ফোন কখনও চার্জে বসাবেন না। যে কোনও সময়ে বিপদ ঘটে যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।