বিনোদন ডেস্ক : নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমা ‘কলা’র নাম ভূমিকায় অভিনয় করে আরো একবার প্রশংসার জোয়ারে ভাসছেন ‘বুলবুল’ খ্যাত ভারতীয় অভিনেত্রী তৃপ্তি ডিমরি। ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে কলা। তৃপ্তি বিশ্বাস করেন, নিজেদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে শিল্পীদের সচেতন থাকা উচিত। ধরাবাঁধা গতানুগতিক চরিত্রের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে নিত্যনতুন ও চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে আরো দক্ষ করে তুলতে চান তিনি। তার মতে, শিল্পীদের উচিত নতুন নতুন জগৎ এবং চরিত্র আবিষ্কার করা।
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তৃপ্তি বলেন, ‘আমি বিভিন্ন ঘরানায় অভিনয় করার চেষ্টা করছি, কেননা অভিনয়শিল্পী হিসেবে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ; আর এটাই আপনার কাজকে আরো নিখুঁত করতে সাহায্য করবে।’
ভিকি কৌশল ও রণবীর কাপুরের সঙ্গে রোমান্টিক ঘরানার মুভি ‘এনিমেল’-এ কাজ করা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘ভিকির সঙ্গে এ চলচ্চিত্রে কাজ করার সময় আমি ভীত ছিলাম, কেননা এটি একেবারে ভিন্ন রকমের একটি চরিত্র; আমাকে অনেক বিষয় ভুলে যেতে হয়েছিল, আবার নতুন করে অনেক কিছু শিখতে হয়েছিল। এটি খুব চ্যালেঞ্জিং ছিল। অভিনয়শিল্পী হিসেবে আমার সীমাবদ্ধতাগুলো কী, আর কোন কোন বিষয় নিয়ে আমার কাজ করা প্রয়োজন, তা জানতে পেরে আমি খুশি ছিলাম।’
২০১৭ সালে কমেডি ড্রামা ‘পোস্টার বয়েজ’-এর মাধ্যমে তৃপ্তির চলচ্চিত্রে অভিষেক, অতঃপর ‘লায়লা মজনু’ রোমাঞ্চ ফিচারে অভিনয় করা তৃপ্তি ডিমরি অন্বিতা দত্তের আধিভৌতিক থ্রিলার বুলবুলের মাধ্যমে দর্শকের নজর কাড়েন।
বিভিন্ন চলচ্চিত্রে নিত্যনতুন চরিত্র জীবন্ত করে তোলাকে উপভোগ করেন জানিয়ে তৃপ্তি বলেন, ‘অভিনয়শিল্পী হওয়ার সুন্দর একটি দিক হলো, এটি আপনাকে জীবন এবং তার যাতনাকে বিভিন্ন জনের দিক থেকে দেখার সুযোগ করে দেবে।’
ত্রিশ-চল্লিশের দশকের প্লেব্যাক শিল্পী কলা মঞ্জুশ্রীর জীবননির্ভর অন্বিতা দত্তের কলা সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত ইরফান খানের পুত্র বাবিল খান, কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, অমিত সিয়াল, নীর রাও ও আশীষ সিং প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।