তিশাকে বোকা বলার কারণ জানালেন জায়েদ খান

তিশা ও জায়েদ খান

বিনোদন ডেস্ক : গণমাধ্যমকর্মীদের ‘উড়িয়ে’ দেয়ার হুমকিতে টিভি অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন দেশের বিনোদন সাংবাদিকরা। এমন পরিস্থিতিতে অভিনেত্রী তিশাকে ‘বোকা’ বলেছেন ঢালিউড চিত্রনায়ক জায়েদ খান।

তিশা ও জায়েদ খান

সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিশা ইস্যু নিয়ে চিত্রনায়ক জায়েদ খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্যক্তিগতভাবে না চিনলেও তিশা প্রসঙ্গে প্রকাশিত নিউজ দেখে আমার মনে হয়েছে ও ( তিশা) একটু বোকা।

বোকা বলার কারণ হিসেবে জায়েদ বলেন, বাচ্চা মেয়ে ইমম্যাচিউর। এরে কে বুদ্ধি দেয় জানি না। বোকা হওয়ায় আসল পরিস্থিতি না বুঝেই হয়তো কথা বলে।

এরপরই জায়েদ বলেন, তিশার আরেকটু ম্যাচিউর হওয়া উচিত। বাচ্চা মেয়ে বোঝে না হয়তো। যুগে যুগে তারকাদের পাশে ছিল বিনোদন সাংবাদিকরা। চলার পথে আমার সাথেও বিনোদন সাংবাদিকদের নিয়ে ঝামেলা হয়েছে। কিন্তু ওই ইস্যু আমি বড় করিনি। তিশার ইস্যু সিনিয়র সাংবাদিক আর সিনিয়র অভিনয়শিল্পীদের সঙ্গে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা যেত। সাংবাদিকদের রাস্তায় নামতে হবে, প্রতিবাদ জানাতে হবে এ পর্যন্ত আসলে যাওয়ার কোনো দরকার ছিল না।

তিশা প্রসঙ্গে জায়েদ আরও বলেন, তিশারও আরও একটু সহনশীল হওয়ার প্রয়োজন ছিল। সাংবাদিককে হুমকি না দিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি শেষ করতে পারতো।

তিশাকে বোকা বলার আরও কারণ দেখিয়ে জায়েদ বলেন, আইন, পুলিশ এই সব ঝামেলায় শিল্পীদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। এসব ঝামেলায় শিল্পীদের জড়ানো উচিত নয়। তাছাড়া একবার বিনোদন সাংবাদিকরা কোনো তারকা থেকে মুখ ফিরিয়ে নিলে সে তারকার ইন্ডাস্ট্রিতে টিকে থাকা খুব কঠিন।

সাক্ষাৎকারে নিজের জীবনের প্রসঙ্গও টেনে আনেন জায়েদ। বলেন, তিশার মতো ঘটনা আমার জীবনেও অনেক ঘটেছে। তবে আমি এতদূর কখনো যেতে দেইনি। আমি বুঝতে পারছি, মেজাজ অনেক সময় ধরে রাখা যায় না। তারপরও সংযত থাকার চেষ্টা করতে হবে সেলিব্রেটিদের। আমাকে নিয়ে সাংবাদিকরা অনেক কিছুই লেখে। আমি কিন্তু সংযত থাকি।

এরপরই সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন জায়েদ। বলেন, সাংবাদিকদেরও একটু সহনশীল হওয়ার অনুরোধ করছি। তিশা ইস্যুকে একটু মিনিমাইজ করে সিনিয়র অভিনয়শিল্পীদের মাধ্যমে মিষ্টিমুখ করে বিষয়টি মিটিয়ে ফেলার। কেননা শিল্পী তো আর একদিনে তৈরি হয় না।

বুদ্ধিমান ব্যক্তিদের ৫টি অভ্যাস থাকবেই, মিলিয়ে নিন আপনারটি

সাক্ষাৎকারের শেষ পর্যায়ে জায়েদ বলেন, সেলিব্রেটিদের ভালো বন্ধু সাংবাদিকরা। আমি আমার ব্যক্তিজীবনে দেখেছি, অনেক নায়িকা বিপদে পড়ে থানায় গেছে। ওই সময় সাংবাদিকরাই ওই নায়িকার পাশে ছিল। সেলিব্রেটিদের বিপদে ফোন করলেই সাংবাদিকরা দৌড়ে আসেন। শিল্পীদের সহায়তা করেন। তাই আমি বলব, তিশা বোকা মেয়ে তাই হয়তো ওত কিছু বোঝেনি। এগ্রেসিভ হয়ে গিয়েছিল। কিন্তু এটার দরকার ছিল না। সমস্যায় পড়লেই ওর ( তিশার) সিনিয়রদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা উচিত।