স্মার্টফোন নির্মাতা কোম্পানি ইউনিহার্জ তাদের পরবর্তী মোবাইল ফোন বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে। বরাবরের মতো এবারও তারা কীবোর্ড যুক্ত হ্যান্ডসেট নিয়ে আসতে যাচ্ছে। একই সাথে টাচ স্ক্রীন ডিসপ্লে থাকবে ও নিচে কীবোর্ড এর অপশন যুক্ত থাকবে। ইউনিহার্জ এর আগে টাইটান সিরিজের ২টি স্মার্টফোন বাজারে নিয়ে আসে। ১ম ফোনটি বের হয় ২০২০ সালে। ২য় হ্যান্ডসেটটি ২০২১ সালে বের করা হয় যার নাম দেওয়া হয় টাইটান পকেট।
ইউনিহার্জ মূলত চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পনি। চীনের সাংহাইতে তাদের হেডকোয়ার্টার অবস্থিত। ২০১৭ সালে তারা সর্বপ্রথম স্মার্টফোন নিয়ে আসে যার নাম হয় জেলি। এটি অ্যানড্রয়েড ভিত্তিক ছিলো। চীন ছাড়াও যুক্তরাষ্ট্রে তারা ব্যবসা করছে।
চীন ছাড়াও যুক্তরাষ্ট্রে টাইটান স্লিম মডেলটি বাজারে বিক্রি হবে। তবে আমেরিকার ব্যবহারকারীদের কাছে এই ডিজাইনের ফোন বেশ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। ইউনিহার্জ প্রি-অর্ডার সিস্টেম চালু করেছে। প্রি-অর্ডার এর মাধ্যমে তারা যাচাই করতে চাই এই মডেলটি নিয়ে মানুষের আগ্রহ কেমন।
এই হ্যান্ডসেটটি খুব হালকা-পাতলা ঘরানার হবে। ওজনে তেমন ভারী হবে না। যাদের হাতের আঙ্গুল ছোট তারাও সহজে এটি চালাতে পারবেন। তবে এই স্মার্টফোন ক্রয় করার জন্য বাজারে যেনো পর্যাপ্ত গ্রাহক পাওয়া যায় সেটা নিশ্চিত হতে চায় প্রতিষ্ঠানটি।
টাইটান স্লিমের স্পেসিফিকেশন কেমন হবে তা বিভিন্ন সূত্রে জানা গেছে। কোম্পানির আগের স্মার্টফোন থেকে টাইটান স্লিম হাই-এন্ড স্পেসিফিকেশন বিশিষ্ট হতে যাচ্ছে। যাদের সাধারণ বাজেট আছে তারাও এ স্মার্টফোন ক্রয় করতে পারবেন। ডিসপ্লে এর সাইজ হতে পারে ৪.৩ ইঞি, ১০৮০পি ফুল এইচডি ডিসপ্লে এর পরিবর্তে ৭২০পি রেজুলেশন এর ডিসপ্লে ব্যবহৃত হবে। অ্যান্ড্রয়েড এর ১১তম ভার্সন ইন্সটল করা থাকবে। প্রধান ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল এর। তবে দাম ৪০০ মার্কিন ডলারের নিচেই থাকবে অর্থাৎ টাকায় প্রায় ৩০,০০০ এর মতো হবে।
ইউনিহার্জের এই মডেলটি ব্ল্যাকবেরির Key 2 স্মার্টফোনের মতো দেখতে মনে হচ্ছে। Key 2 হ্যান্ডসেটটি উপরে টাচস্ক্রীন ও নিচে কীর্বোর্ড এর ফিচার ছিলো। ইউনিহার্জ গ্রাহকদের পরামর্শ দিয়েছে Verizon ও T-mobile অপারেটর এর সিম ব্যবহার করতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।