বিনোদন ডেস্ক : টাইটানিক সাইটের চারপাশে ধ্বংসাবশেষের পাঁচটি বড় টুকরো শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। অভিযাত্রিকদের আর পাওয়ার আশা নেই বলে জানিয়েছেন তারা।
এ তথ্য সামনে আসার পরই যখন শোকে আচ্ছন্ন গোটা বিশ্ব, তখনই বিতর্কের জন্ম দিয়ে বসলো নেটফ্লিক্স। ইন্টারনেট ব্যবহারকারীদের রোশানলে পড়তে হয়েছে এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরমকে। খবর পিঙ্ক ভিলার।
মূলত বৃহস্পতিবার সাগরের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষের পাশেই টাইটানের ধ্বংসাবশেষ শনাক্ত করে উদ্ধারকারী দল। এর আগে রবিবার (১৮ জুন) পাঁচ আরোহী নিয়ে নিখোঁজ হয় টাইটান। আদৌ তাদের জীবিত উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে শঙ্কায় ছিল গোটা বিশ্ব। এরই ঠিক একদিন পর ২০ জুন নেটফ্লিক্স প্রকাশ করে ফ্রিডাইভিং ডকুমেন্টারি ‘দ্য ডিপেস্ট ব্রেথ’-এর ট্রেলার। আর এ নিয়েই শুরু হয়েছে ঘোর সমালোচনা।
এটি মূলত অ্যালেসিয়া জেচিনির জীবন কাহিনি নিয়ে তৈরি একটি ডকুমেন্টারি। অ্যালেসিয়া ফ্রিডাইভিংয়ে বর্তমান বিশ্বরেকর্ডের অধিকারী। নেটফ্লিক্সের প্রকাশিত এই ট্রেলারে দেখা যাচ্ছে, অ্যালেসিয়া জেচিনি সমুদ্রের গভীরে ডুব দিচ্ছেন। ফ্রি ডাইভিং হলো— একটি ডাইভিং কৌশল, যেখানে গিয়ারের পরিবর্তে শ্বাস-প্রশ্বাসকে নিয়ন্ত্রণের মাধ্যমে পানির নিচে টিকে থাকতে হয়।
ট্যাংকের মধ্যে ঝিনুক থেকে মুক্তা চাষ করে আয় মাসে তিন লক্ষ টাকা
ট্রেলারটি প্রকাশের পরই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে নেটফ্লিক্স। ইন্টারনেট ব্যবহারকারীরা বলছেন, নেটফ্লিক্স কর্তৃপক্ষের কি সময়জ্ঞান নেই? এমন একটি স্পর্শকাতর সময়েই এই ট্রেলার প্রকাশ করতে হলো?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।