বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টাইটানিকের নাম শুনলেই মাথায় আসে এক মর্মান্তিক দুর্ঘটনার কথা। আর সেই ঘটনা সবার সামনে তুলে এনছিলেন পরিচালক জেমস ক্যামেরন। এরপর থেকে আর কারো অজানা নেই সেই ঘটনা।
১৯১২ সালের ১৩ এপ্রিল ডুবে যায় জাহাজটি, যা নিয়ে ১৯৯৭ সালে বানানো হয় ‘টাইটানিক’ সিনেমাটি। আর এ সিনোমায় রোজ চরিত্রে অভিনয় করেন কেট উইন্সলেট এবং জ্যাক চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নিলামে তোলা হয়েছে কেট উইন্সলেটের পরা একটি জ্যাকেট। যা তিনি ‘টাইটানিক’ এ অনস্ক্রিন চরিত্র ‘রোজ’-এর ভূমিকায় অভিনয়ের সময় পরেছিলেন। ‘টাইটানিক’ সিনেমায় যখন জাহাজটি ডুবে যাচ্ছিল, সেই সময় কেটের গায়ে ওই জ্যাকেটটি ছিল।
জানা যায়, আমেরিকার নিউ জার্সির নিলামকারী সংস্থা গোল্ডিন অনলাইনে নিলাম করবে এটি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন জানিয়েছেন, ‘জ্যাকেটটির দাম একশ’ হাজার ডলার অতিক্রম করে যাবে।’
কেটের পরা ওই জ্যাকেটে গোলাপি রঙের ওপর কালো এমব্রয়ডারি করা। এটি ডিজাইন করেছিলেন ডেবোরা লিন স্কট। স্কটের ডিজাইনের ওপর ভিত্তি করে জে পিটারম্যান কোম্পানি এই কোটটি তৈরি করেন। টাইটানিকের জন্য পোশাক ডিজাইন করে স্কট একাডেমি পুরস্কারও পান। এ ছাড়াও সেরা ছবি, সেরা পরিচালকের অস্কার জেতে ‘টাইটানিক’।
এর আগে শুক্রবার রাতে নিলাম শুরু হওয়ার পর পাঁচজন এতে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ৩৪ হাজার ডলার। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নিলাম। যে বেশি দাম দিতে পারবেন, তারই সংগ্রহে যাবে আইকনিক ওই জ্যাকেটটি। ১৯৯৮ সালে ‘টাইটানিক’ চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা টোয়েন্টি সেঞ্চুরি ফক্স মুভি তাদের অনেক প্রপস বিক্রি করেছিল, যার মধ্যে কেটের জ্যাকেটটিও ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।