বিনোদন ডেস্ক : হলিউডের বরেণ্য নির্মাতা জেমস ক্যামেরন। এ পরিচালকের সিনেমা মানেই অসাধারণ আর ব্লকবাস্টার। জেমস ক্যামেরন নির্মিত সবচেয়ে আলোচিত, বিখ্যাত আর নজরকাড়া সিনেমাগুলোর অন্যতম ‘টাইটানিক’। ব্যয়বহুল এ সিনেমা ১৯৯৭ সালে মুক্তি পায়। সিনেমাটির মূল গল্প গড়ে উঠেছে বহুল আলোচিত টাইটানিক জাহাজকে কেন্দ্র করে।
টাইটানিক জাহাজটি প্রথম যাত্রায়ই আটলান্টিক সাগরের ঠান্ডা পানিতে ডুবে গিয়েছিল। এ দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারায়। কারণ খুব কম মানুষেরই ভাগ্য হয়েছিল অন্ধকার আর শীতল ভয়ের সেই রাতটাকে পেরিয়ে পরের দিনের সূর্য দেখার। আর সেই কয়েকজন সৌভাগ্যবানের মধ্যে ছিলেন রোজ নামে একটি মেয়ে। জাহাজে খুঁজে পাওয়া নিজের ভালোবাসার মানুষ জ্যাকের মৃত্যুর মধ্য দিয়ে বেঁচে ফিরেছিলেন তিনি। সিনেমাটিতে রোজ চরিত্রে অভিনয় করেন কেট উইন্সলেট আর জ্যাকের ভূমিকায় অভিনয় করেন লিওনার্দো ডিক্যাপ্রিও।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ডটকম জানিয়েছে, কেট উইন্সলেট ‘টাইটানিক’ সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছিলেন ২ মিলিয়ন মার্কিন ডলার। এ সিনেমায় অভিনয়ের আগে জনপ্রিয় ছিলেন না তিনি। অন্যদিকে জ্যাক চরিত্র রূপায়নের জন্য ২.৫ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়েছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। এ ছাড়াও শোনা যায়, সিনেমাটির আয়ের ১.৮ শতাংশ লভ্যাংশ নেওয়ার বিষয়েও আলোচনা করেছিলেন লিওনার্দো।
রোজ চরিত্রে কেট ছাড়াও আরো কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী প্রতিদ্বন্দ্বী ছিলেন। ইউএসএ টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকার কেট উইন্সলেট বলেন— ‘আমাকে কাস্ট করার ক্ষেত্রে ক্যামেরন (জেমস ক্যামেরন) ঝুঁকি নিয়েছিলেন। কারণ আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন উমা থারম্যান, গুইনেথ প্যালট্রো, উইনোনা রাইডার। কিন্তু সৌভাগ্যক্রমে আমি কাজটি করার সুযোগ পেয়ে যাই।’
জানা যায়, কেট উইন্সলেট বর্তমানে প্রতিটি সিনেমার জন্য ৭ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়ে থাকেন। সে অনুযায়ী ‘টাইটানিক’ সিনেমায় পারিশ্রমিক খুব কম নিয়েছিলেন। কিন্তু এ সিনেমা তাকে বিশ্বব্যাপী তারকা খ্যাতি এনে দিয়েছে।
২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত হয় ‘টাইটানিক’। মুক্তির পর এ সিনেমা আয় করে ২.২৫৭ বিলিয়ন মার্কিন ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।