জুমবাংলা ডেস্ক : অবৈধভাবে ব্যবহার ও বকেয়ার কারণে রাজধানীতে ৪৪টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। বুধবার (১৬ আগস্ট) তিতাস গ্যাস কোম্পানি এ তথ্য জানায়।
তিতাস জানায়, অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বকেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন বিশেষ অভিযানে সংযোগ বিচ্ছিন্নকারী টিম ঢাকা মেট্রোতে বকেয়ার কারণে ৪৩টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে। পাশাপাশি অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ১টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে। অভিযানে সর্বমোট ৪৪টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাৎক্ষণিক জরিমানা ও বকেয়া বাবদ আদায় করা হয় ১৭.৬৩ লাখ টাকা।
অভিযানের সমন্বয়কারী মহাব্যবস্থাপক (মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশন) মো. রশিদুল আলম বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকার বিভিন্ন অঞ্চলে আমাদের অভিযান অব্যাহত আছে। এটি চলমান থাকবে। গ্রাহকদের বকেয়া বিল দ্রুত পরিশোধ করার আহ্বান জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।