ব্যাংকে ৫ কোটি টাকা থাকলেই কেটে নেওয়া হবে ৫০ হাজার

টাকা

জুমবাংলা ডেস্ক: ব্যাংক অ্যাকাউন্টে ৫ কোটি টাকা থাকলে আগামী অর্থবছর থেকে আবগারি শুল্ক হিসেবে কেটে নেওয়া হবে ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৯ জুন) বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।

তিনি জানান, ব্যাংক অ্যাকাউন্টে ৫ কোটি টাকার বেশি থাকলে বছরের যেকোনো সময় তার পরও অতিরিক্ত ২৫ শতাংশ আবগারি শুল্ক দিতে হবে।

২০২২-২৩ অর্থবছর থেকে এ ধরনের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে আবগারি শুল্ক ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বাজেট
বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত বছরের শেষ নাগাদ ডেবিট বা ক্রেডিট আকারে ১ থেকে ৫ কোটি টাকার মধ্যে স্থিতি আছে এরকম ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১ লাখ ৬৫ হাজার ৯৫১।

এ ছাড়া বছর শেষে ৫৪ হাজার ২১৯টি অ্যাকাউন্টে ৫ কোটি টাকার বেশি ছিল।

আবগারি শুল্কের সবচেয়ে বড় উত্স হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুসারে, গত অর্থবছরের প্রথম ১০ মাসে এখাতে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে বেড়েছে।

গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে আবগারি শুল্ক হিসেবে ২ হাজার ৮১১ কোটি ৬ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে, যা তার আগের বছরের তুলনায় ২৩ দমমিক ৬ শতাংশ বেশি।

চলতি অর্থবছরে আবগারি শুল্ক বাবদ ৩ হাজার ৬৮৫ কোটি ৭ লাখ টাকা আদায় হতে পারে বলে আশা করছে রাজস্ব বোর্ড।

টানা ৪র্থ বারের মত চাল উৎপাদনে ৩য় বাংলাদেশ