লাইফস্টাইল ডেস্ক : নতুন কোনও ব্যবসা শুরু করতে হলে চাণক্যের এই নীতিগুলি অবশ্যই মেনে চলুন। এই সমস্ত নীতিগুলিই আপনার জীবনে সাফল্য এনে দেবে। কয়েক শতক আগে তৈরি এই নীতিগুলি আজও খুবই প্রাসঙ্গিক। জীবনে নতুন কোনও উদ্যোগ নেওয়ার আগে অবশ্যই দার্শনিক চাণক্যের এই নীতিগুলি মেনে চলুন। আমাদের আজকের এই প্রতিবেদনে দেখুন সেই সম্পর্কে বিস্তারিত-
১) কোনও নতুন প্রজেক্ট শুরু করতে হলে পরিশ্রমতো আপনাকে করতেই হবে। এর পাশাপাশি অবশ্যই নিজের উপর ভরসা রাখুন। সবসময় পজিটিভ ভাবুন। তাহলে কাজেও সাফল্য আপনি পাবেনই। সময় সম্পর্কে সচেতন হন।
২) নিজের সামর্থ বুঝে চলুন। নিজের সামর্থ বুঝেই কাজে হাত দিন। তা নাহলেই আপনি সমস্যার মধ্যে পড়বেন।
৩) সংযত হয়ে কথা বলুন। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। তাহলে খুব সহজেই লোকের থেকে সাহায্য পাবেন আপনি। কাজের ক্ষেত্রে অন্যের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সাবধান থাকুন। কারণ সেটির ওপরই আপনার ভবিষ্যত নির্ভর করছে।
৪) শত্রুদেরকেও বন্ধু বানিয়ে নিন। কারণ কে কখন আপনার কাজে এসে যায় সেটি আগে থেকে বলা যায়না। এতে আপনার সাফল্য আসবেই জীবনে।
৫) শরীরের যত্ন নিন। শরীর ঠিক না থাকলে আপনি কোনও কাজেই সাফল্য পাবেন না।
৬) জ্যোতিষীদের উপর অনেকেই ভরসা করেন না। কিন্তু নতুন কিছু শুরু করতে গেলে অবশ্যই জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নিন।
৭) কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার স্ত্রীয়ের সঙ্গে পরামর্শ করুন। কারণ তিনিই আপনার জীবনসঙ্গী। বিপদে-আপদে কিংবা সঠিক পরামর্শ দিতে সক্ষম তিনি।
৮) নতুন কিছু শুরু করতে গেলে সেই নয়া প্রজেক্টি সম্পর্কে সমস্ত তথ্য গোপন রাখুন। বেশি কারোর সঙ্গে সেটি আলোচনা করবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।