আন্তর্জাতিক ডেস্ক : এবার প্রেমিকের সঙ্গে দেখা করতে প্রতি রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতেন প্রেমিকা। এ ঘটনা যেন সিনেমাকেও হার মানায়। ভারতের বিহারে ঘটে এমন ঘটনা। প্রতিদিন বিদ্যুৎ যাওয়ায় এলাকাবাসী বিদ্যুৎ অফিসে অভিযোগ জানায়। কিন্তু বিদ্যুৎ অফিস বিষয়টি খতিয়ে দেখার পর জানায়, লাইনে কোনো ত্রুটি নেই।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এভাবে একাধিকবার স্থানীয় বিদ্যুৎ অফিসে অভিযোগ জানিয়েও কোনো ফল পায়নি এলাকাবাসী। শেষ পর্যন্ত হাতেনাতে ধরা পড়ে ‘অপরাধী’। দেখা যায় গ্রামেরই এক তরুণী গোপনে প্রেমিকের সঙ্গে দেখা করবেন বলে এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতেন।
এদিকে বিহারের বেত্তিয়া এলাকার পশ্চিম চম্পারনের একটি গ্রামে এ ঘটনা ঘটে। নিয়মিত গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা তরুণীর নাম প্রীতি কুমারী। পাশের গ্রামের রাজকুমারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। পরিবার ও প্রতিবেশীদের লুকিয়ে দেখা করার জন্যই এলাকার বিদ্যুৎসংযোগ কেটে দিতেন তরুণী।
গত এক সপ্তাহ ধরে এই কাণ্ড চলছিল। কিছুতেই যার সমাধান খুঁজে পাচ্ছিলেন না গ্রামবাসীরা। এদিকে তীব্র গরমের মধ্যে বার বার বিদ্যুৎ চলে যাওয়ায় কষ্ট পাচ্ছিলেন স্থানীয়রা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।