বিনোদন ডেস্ক : গত কয়েক বছরে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের বৃহস্পতি তুঙ্গে। মূলত অভিনয় থেকে কিছুটা সরে এসে তাঁর উপস্থাপনায় হয়েছে সাফল্যের মূল জায়গা। আর এটির হাত ধরে তিনি অনলাইন দুনিয়াতেও বাজিমাত করেছেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও বেশ খ্যাতি কুড়িয়েছেন তিনি। অবিশ্বাস্য হলেও সত্য, ২০২৩ সালে শাহরিয়ার নাজিম জয় শুধু ফেসবুক থেকে আয় করেছেন প্রায় ৮০ লাখ টাকা। খবরটি জানিয়েছেন অভিনেতা নিজেই। আর এই টাকা দিয়ে একটি ফ্ল্যাটও কিনেছেন তিনি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘২০২৩ সালে নাজিম জয় পেজের ভিউ ১০০ মিলিয়ন। আয় প্রায় ৫০ হাজার ডলার। স্পন্সর থেকে আয় ২৫ লক্ষ টাকা এবং একটি ফ্ল্যাট। ডিজিটাল বাংলাদেশ জিন্দাবাদ।’
জয় বলেন, ‘এটা আমার আয় নয়। আয়ের একটা অংশ মাত্র। মূলত নতুন ক্রিয়েটরদের উৎসাহ দিতেই আমি ফেসবুকে এটি প্রকাশ করেছি। আর সত্যি বলতে, ভার্চুয়াল জগৎ থেকে এমন আর্নিং আমাকে অভুতপূর্ব আনন্দ দিয়েছে।’
এক বছরে জয়ের এমন অর্জনে বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। আবার এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছে অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
উপস্থাপনায় নতুনত্ব, অভিনবত্ব আনতে গিয়ে কখনও বাহবা, আবার কখনোবা সমালোচনার মুখে পড়তে হয়েছে জয়কে। তবু থেমে থাকেননি তিনি। নিজ কাজ চালিয়ে গেছেন আপন গতিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।