তবে কি ছেলেকে গায়ক বানাতে চান মাহি

Mahi

বিনোদন ডেস্ক : দিন কয়েক আগেই স্বামী রকিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির। দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকেই কাজ ও ছেলে ফারিশকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

Mahi

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব মাহি। প্রায় সময়ই ছেলের সঙ্গে বিভিন্ন খুনসুটির ছবি কিংবা ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন মাহি। ছবিগুলোতে দেখা যায়— ছেলেকে গিটারের কর্ড বোঝাচ্ছেন এই নায়িকা।

ছবির ক্যাপশনে ভালোবাসার কিছু ইমোজি ছাড়া আর কিছু লেখেননি মাহি। ফারিশের সঙ্গে চিত্রনায়িকার এই ছবিগুলো একটি স্টুডিওতে তোলা।

তবে কি ছেলেকে গায়ক বানাতে চান মাহি? এমন প্রশ্ন রীতিমতো ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।

সোশ্যাল মিডিয়ায় মাহির পোস্ট করা ওই ছবিগুলোতে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা। আবার চিত্রনায়িকাকে কটূ কথা বলতেও পিছপা হননি অনেকে।

এর আগে, গেল ফেব্রুয়ারির ১৬ তারিখ রাতে ফেসবুকে একটি ভিডিও বার্তায় রকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। তবে ঠিক কী কারণে তাদের বিচ্ছেদ হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।

প্রাথমিক শিক্ষক নিয়োগ, তৃতীয় ধাপের প্রবেশপত্র ডাউনলোড শুরু

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি । তবে এটা তার দ্বিতীয় বিয়ে ছিল। ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন মাহি। ছেলের নাম রাখেন ফারিশ।