খেলাধুলা ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে চোটের কারণে ছিলেন না লিওনেল মেসি। এতে অবশ্য অসুবিধে হয়নি আর্জেন্টিনার। বড় জয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের মূল পর্ব। তবে মেসি থাকলে ফলাফল আরও ভালো হতো বলে মনে করেন দলটির স্ট্রাইকার হুলিয়ান আলভারেস। তার মতে ব্রাজিল আরও দুই-তিন গোল হজম করতো।
গতকাল বাংলাদেশ সময় সকালে ব্রাজিলকে ৪-১ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। অথচ ম্যাচের আহে হুঙ্কার দিয়েছিলেন ব্রাজিলের রাফিনিয়া। বাকিদেরও কয়েজন বলেছিলেন দেখে নেবেন দলটিকে। কিন্তু মাঠে দেখা গেল উল্টোটা। ব্রাজিল লড়াই তো করতেই পারেনি ঠিকঠাক। বরং আর্জেন্টিনার একের পর এক আক্রমণ-গোলে কোণঠাসা ছিল।
মেসি ছাড়া ব্রাজিলের এই অবস্থা হলে মেসি থাকলে কি হতো? আর্জেন্টাইন এই অধিনায়ক অবশ্য ম্যাচে রাখতে পারেন আরও বড় অবধান। বাড়াতে পারতেন ব্যবধান। এমনটাই মনে করেন গোল পাওয়া আলভারেস। তিনি বলেন, ‘মেসি থাকলে আমরা হয়তো আরও দুই-তিনটি গোল করতে পারতাম।’
আলভারেসের সঙ্গে একমত রদ্রিগো দে পলও। তিনি বলেছেন, ‘আমাদের দলের সেরাটা সবসময় পাওয়া যায় যখন ১০ নম্বর (মেসি) খেলে। কারণ সে সর্বকালের সেরা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।