লাইফস্টাইল ডেস্ক: পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি―মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।
চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল-
ধনু
নতুন পরিকল্পনার অগ্রগতি হবে। ব্যবসায় চাপ থাকলেও লাভবান হবেন। কারো সহায়তায় কাজে সুবিধা পেতে পারেন। কর্মক্ষেত্রে সাময়িক উদ্বেগ দেখা দিলেও তেমন অসুবিধা হবে না।
মকর
কোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। প্রিয়জনের স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা। স্বার্থের পরিপন্থী কারো অনুরোধ রক্ষা করতে হতে পারে। সিদ্ধান্তহীনতায় ভুগবেন না। মতবিরোধ আছে এমন মানুষ এড়িয়ে চলুন।
কুম্ভ
কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। কোনো অমীমাংসিত সমস্যা সমাধানের পথ পাবেন। কোনো অংশীদারি কাজে লাভবান হতে পারবেন। ইচ্ছার বিরুদ্ধে অতিরিক্ত দায়িত্বের বোঝা নেবেন না।
মীন
কাজে ব্যাঘাত ঘটতে পারে। সুযোগ হাতছাড়া হতে পারে। অতীতের ঘটনা মনের ওপর চাপ সৃষ্টি করতে পারে। ভুল সিদ্ধান্ত নেবেন না। অসমাপ্ত কাজ শেষ করুন। স্বাস্থ্যের প্রতি নজর দিন।
মেষ
আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা আছে। কাজকর্মে প্রসার লাভ হবে। আর্থিক উন্নতির যোগ আছে। বিনোদনমূলক কাজে আগ্রহ বাড়বে। নতুন সম্ভাবনা ও সুযোগকে কাজে লাগাতে হবে। শুভ কাজে যুক্ত থাকুন।
বৃষ
পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। ব্যবসা আশানুরূপ হবে না। গৃহ আবাসন ভূমিসংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। প্রিয়জনের কাছে থাকুন। ভালো থাকুন।
মিথুন
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। অন্যের দুঃখ কষ্টে সহজেই ভাবাবেগে আপ্লুত হতে পারেন। ভাবাবেগের পরিবর্তে বস্তুনিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সব কিছু বিচার করুন। মন ভালো রাখুন।
কর্কট
নতুন কাজের অগ্রগতি। অর্থ উপার্জনের সুযোগ বাড়বে। পাওনা টাকা আদায় হতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। জীবনের প্রতি আশাবাদী দৃষ্টিভঙ্গি রাখুন। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন।
সিংহ
কর্মক্ষেত্রে পদস্থের আনুকূল্য পাওয়া সহজ হবে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। পূর্বের তুলনায় মানসিক চাপ কমবে। প্রত্যাশা পূরণে বাধাবিপত্তি দূর হবে। অসুস্থদের সতর্ক থাকতে হবে।
কন্যা
সামাজিক কর্মকাণ্ডে অনুকূল অবস্থা থাকবে। বিরূপ পারিপার্শ্বিকতায় অস্বস্তিবোধ করতে পারেন। প্রিয়জনের অসুস্থতায় চিন্তিত থাকবেন। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠবেন। কর্মক্ষেত্রে যোগাযোগে ভাটা পড়তে পারে।
তুলা
কর্মক্ষেত্রে উদ্দীপনাপূর্ণ থাকবে। বন্ধুস্থানীয় ব্যক্তির দ্বারা উপকৃত হবেন। ব্যবসায় প্রসার লাভ হবে। আর্থিক অনিশ্চয়তা কমে আসবে। পরিকল্পনা বাস্তবায়নে আলস্যের প্রশ্রয় দেবেন না। বিতর্ক এড়িয়ে চলুন।
বৃশ্চিক
কোনো আর্থিক আলোচনার অগ্রগতি হবে। ব্যবসা ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। অন্যের সমস্যা সমাধানের জন্য উদ্যোগী হতে পারেন। আপনার চারপাশে কী ঘটছে তার প্রতি নজর রাখুন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel