প্রায় পৃথিবীর মতো আরো একটি গ্রহের সন্ধান পেল নাসা। নাসার দেওয়া তথ্য মতে এই গ্রহটি দেখতে অনেকটা পৃথিবীর মতোই। গ্রহটির নাম দেওয়া হয়েছে TOI 700 Planet। পৃথিবী থেকে প্রায় শত কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত এ গ্রহটি।
নাসা বিশ্বাস করে যে, এখানে যে তাপমাত্রা রয়েছে তা পৃথিবীর অনুকূল তাপমাত্রার মতোই। পাশাপাশি এখানে পানির সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে যা গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি আকারে পৃথিবীর প্রায় ৯০ শতাংশ হয়ে যাবে।
নিজের কক্ষপথে একবার ঘুরে আসতে নতুন গ্রহটির সময় লাগে ২৮ দিন। যেখানে পৃথিবীর নিজের কক্ষপথে একবার ঘুরে আসতে সময় লাগে ৩৬৫ দিন। নাসার বিজ্ঞানীরা মনে করে যে, পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের সন্ধানের ক্ষেত্রে এই আবিষ্কার একটি বড় মাইলফলক হয়ে থাকতে পারে।
এর আগে ২০২০ সালে নক্ষত্রকে কেন্দ্র করে আরও একটি গ্রহের সন্ধান পেয়েছিল যার বৈশিষ্ট্য পৃথিবীর সাথে মিলে যায়। ওই নক্ষত্রের নাম ছিল টিএসএসএস। যুক্তরাষ্ট্রে অবস্থিত বেল প্রপালশন ল্যাবরেটরী এক বিবৃতিতে জানায় যে, এ পর্যন্ত বেশ কিছু সোলার সিস্টেমের সন্ধান পাওয়া গেছে যেখানে বাসযোগ্য গ্রহের সন্ধান থাকতে পারে। তার মধ্যে এটি একটি বিবেচনা করা হচ্ছে।
নতুন গ্রহটি একটি শীতল তারকাকে কেন্দ্র করে আবর্তিত হয়। ওই বামন আকৃতির তারকাপুঞ্জের আকার আমাদের সৌরজগতের সূর্যের মতোই হয়ে থাকে। নতুন গ্রহ নিয়ে আরো বিষদ গবেষণা চালিয়ে যাবেন নাসা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।