ত্বকের উজ্জ্বলতা বাড়ায় গ্লিসারিন

ত্বকের উজ্জ্বলতা

লাইফস্টাইল ডেস্ক : ত্বকের দৈনন্দিন যত্নের জন্য বাজারচলতি ময়শ্চারাইউজার বা বডি লোশনে আস্থা রাখতে হচ্ছে। ত্বক স্পর্শকাতর বলেই কিছু দিন অন্তর অন্তর ময়শ্চারাইজার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে থাকে প্রসাধনী সংস্থাগুলো। তবে একটু খেয়াল করলেই দেখবেন, যেসব ময়শ্চারাইজারে ভরসা রাখেন, তার বেশির ভাগেরই মূল উপাদান গ্লিসারিন।

ত্বকের উজ্জ্বলতা

বডি লোশন, লিপ বাম ও বডি অয়েলেও গ্লিসারিনের উপস্থিতি রয়েছে। তাই গ্লিসারিনকে বাদ দিয়ে রূপচর্চার কথা ভাবাই যায় না। ত্বককে ভরপুর আর্দ্রতা তো দেয়ই সঙ্গে ত্বককে নরম রাখে এবং দীর্ঘ সময় ধরে তার জেল্লা ধরে রাখতেও সাহায্য করে এই গ্লিসারিন।

রূপবিশেষজ্ঞদের মতে, গ্লিসারিন সব ধরনের ত্বকের সঙ্গেই খাপ খাইয়ে নিতে পারে। শুধু শীত নয়, সারাবছরই গ্লিসারিন প্রয়োজন হয় ত্বকের। কেবল শুষ্ক ত্বকের জন্য নয়, তৈলাক্ত ত্বকেও কাজে আসে এই গ্লিসারিন।

ঠিক কী কী কারণে গ্লিসারিনযুক্ত উপাদান ব্যবহার করবেন ত্বকে, তা জেনে নেওয়া যাক-

* ত্বকের আর্দ্রতাকে গভীরে ধরে রাখতে সাহায্য করে গ্লিসারিন। এ ছাড়া গ্লিসারিনের প্রভাবে বাতাসের আর্দ্রতাকেও টানতে পারে ত্বক। যার ফলে ত্বক নরম থাকে।

* ব্রণ সমস্যার অন্যতম সমাধান হলো গ্লিসারিন। এর অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান মুখের ব্রণ ও ব্ল্যাকহেডস কমাতে সাহায্য করে।

* গ্লিসারলের অভাব দেখা দিলে ত্বক শুষ্ক হয় ও বয়স্ক দেখায়। তাই নিয়মিত গ্লিসারিনের পরিচর্যা নিলে ত্বক সতেজ ও সুন্দর থাকবে।

* ত্বক খুব শুষ্ক হলে তা ফেটে যায় এবং টানতে থাকে। গ্লিসারিন ত্বকের সেই প্রদাহ কমিয়ে তা নরম রাখতে সাহায্য করে।

লাইভ ইভেন্টে যে কাণ্ডের শিকার হয়েছিলেন রাশমিকা মান্দানা

* কোষকে অপরিণত রেখে ত্বককে তরুণ রাখে গ্লিসারিন।

তাই সারাবছরই ত্বকে ব্যবহার করুন গ্লিসারিন। আরাম তো পাবেনই, উজ্জ্বলতাও আসবে ত্বকে।