ত্বকের উজ্জ্বলতায় চকোলেটের ব্যবহার

ত্বকের উজ্জ্বলতা

লাইফস্টাইল ডেস্ক : ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি। ঘরোয়া প্যাক থেকে শুরু করে বাজারের বিভিন্ন প্রসাধনীও ব্যবহার করে থাকি আমরা অনেকে। কিন্তু এই ত্বকের উজ্জ্বলতার জন্য যে আমাদের সবার পছন্দের চকোলেটও ব্যবহৃত হয় সেটি আমরা অনেকেই জানি না। আমরা চকোলেট খেতে ভালোবাসি, এই চকোলেট তৈরির মূল উপাদান হলো কোকো।

ত্বকের উজ্জ্বলতা

এবার সেই কোকো দিয়ে ত্বক পরিচর্যা কিভাবে করা যায় চলুন জেনে নিই…

• ফেস মাস্ক হিসেবে ভালো কাজ করে এই চকোলেট। একটি পাত্রে কোকো পাউডার, মধু এবং টক দই ভালো করে মিশিয়ে নিন। এবার পরিষ্কার ত্বকে এই মিশ্রণ লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্ক ত্বকের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে।

• ত্বকের মসৃণতা ফেরাতে স্ক্রাবের জুড়ি নেই। তবে কিছু উপাদান সংযোজনে এই স্ক্রাবের মাধ্যমে ত্বকের উজ্জ্বলতা ফিরবে সহজেই। এর মাঝে কোকো পাউডার অন্যতম। একটি পাত্রে কোকো পাউডার, ব্রাউন সুগার এবং নারিকেল তেল মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি গোসলের সময় ভেজা শরীরে আলতো করে ঘষতে থাকুন। বেশি দ্রুত ঘষবেন না। বিশেষ করে শরীরের খসখসে স্থানগুলোতে ঘষুন। এই স্ক্রাব নিয়মিত ব্যবহারে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়ে উঠবে।

বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্নার অসাধারণ রেসিপি

• সবার শেষে আসবে ময়েশ্চরাইজারের নাম। বাজারে কোকোর নির্যাসসমৃদ্ধ অনেক ময়েশ্চরাইজার পাওয়া যায়, সেগুলো কিনে ব্যবহার করতে পারেন। আবার নিজেও বানিয়ে নিতে পারেন চাইলেই। সেটার জন্য একটি পাত্রে অ্যালোভেরা জেলের সঙ্গে কোকো পাউডার মিশিয়ে নিন, এরপর সেটি সংরক্ষণ করুন। প্রতিদিন গোসলের পর এই ময়েশ্চরাইজার ব্যবহার করতে পারেন। এতে করে ত্বকের শুষ্কতা দূর হয়ে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

সূত্র : আনন্দবাজার