লাইফস্টাইল ডেস্ক : হাতের পাঁচ আঙুল যেমন সমান নয়; তেমনি আমাদের সবার ত্বকের ধরনও এক নয়। যে কোনো প্রোডাক্ট ব্যবহারের আগে দরকার হলো- ত্বকের ধরন জানা আমাদের প্রত্যেকের ত্বকের ধরন আলাদা। তাই যে কোনো প্রোডাক্ট ব্যবহারের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ত্বকের ধরন জানা। আজ জেনে নিন ঘরে বসে কীভাবে সহজ টেস্টের মাধ্যমে বুঝবেন স্কিন টাইপ:
ত্বকের ধরন নির্ধারণ
সাধারণত পাঁচ ধরনের স্কিন টাইপ রয়েছে। যেমন- তৈলাক্ত ত্বক, শুষ্ক ত্বক, সংবেদনশীল ত্বক, সাধারণ ত্বক এবং মিশ্র ত্বক। নিজের ত্বকের ধরন জানতে নিচের দেওয়া স্টেপগুলো ফলো করতে পারেন।
প্রথম ধাপ : ত্বকের ধরন নির্ধারণ করার জন্য প্রাথমিক ধাপ হলো- ভালো করে ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে নেওয়া।
দ্বিতীয় ধাপ : ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করার পর অবশ্যই কোনো ধরনের প্রোডাক্ট ব্যবহার না করে ১ ঘণ্টা অপেক্ষা করুন।
তৃতীয় ধাপ : এবার একটা টিস্যু কয়েক টুকরো করে নিন। টিস্যুগুলো আপনার কপাল, নাক, গাল এবং থুতনিতে চেপে ধরুন। যদি সব টিস্যুই মুখে লেগে থাকে তাহলে বুঝবেন আপনার তৈলাক্ত ত্বক। আর যদি প্রতিটি টিস্যু স্কিন থেকে পড়ে যায় তাহলে বুঝবেন আপনার শুষ্ক ত্বক।
কুষ্টিয়ার কুমারখালীতে গুলি করে দুই লাখ টাকা ছিনিয়ে নিলো অস্ত্রধারীরা
যদি টিস্যুগুলো আপনার টি জোন অর্থাৎ কপাল, নাক এবং থুতনিতে লেগে থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার মিশ্র ত্বক। সাধারণ ত্বকের অধিকারীদের ক্ষেত্রে টিস্যুগুলো স্কিনে কিছুক্ষণ থেকে পড়ে যাবে। আর যাদের সেনসিটিভ স্কিন তাদের কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করলেই রেডনেস, ইচিং, ইরিটেশন ফিল হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।