আন্তর্জাতিক ডেস্ক : তল্লাশির নামে প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ চুরির অভিযোগে দেশটির তিন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির পুলিশের উপ-মহাপরিদর্শক আইয়ুব খান মাইদিন পিচাই। তিনি বলেন, ঘটনা তদন্তে অভিযুক্তদের পাঠানো হয়েছে ছয় দিনের রিমান্ডে।
সম্প্রতি অবৈধ অভিবাসীদের ধরতে ‘মিনি ঢাকা’ খ্যাত মালয়েশিয়ার বাংলা মার্কেট ও তার আশপাশে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রায় এক হাজার সদস্য। এ অভিযানে বাংলাদেশিসহ ১ হাজারের বেশি অভিবাসীকে আটক করা হয়।
অভিযান চালানোর সময় মার্কেটে তল্লাশির নামে প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ৮৫ হাজার রিঙ্গিত চুরির অভিযোগে দেশটির তিন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া পুলিশের উপ-মহাপরিদর্শক আইয়ুব খান মাইদিন পিচাই বলেন, চুরির অভিযোগ পেয়েই আমরা তিন পুলিশ সদস্যকে আটক করেছি। অভিযুক্ত পুলিশ সদস্যরা দোষী সাব্যস্ত হলে তাদের সঙ্গে আমরা আপস করব না। দণ্ডবিধির ৩৮০ ধারায় মামলাটির বিশেষ তদন্ত চলছে এবং তদন্ত শেষ হওয়ার পরে এটি ডেপুটি পাবলিক প্রসিকিউটরের কাছে পাঠানো হবে।
আটক পুলিশ সদস্যদের ২৯ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এরআগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই অভিযানে বাংলাদেশিসহ ১ হাজার ১০১ জন আটক অভিবাসী আটক হয়েছেন।
অভিযানের আগ-মুহূর্তে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। এরপর বাংলাদেশি অধ্যুষিত এলাকা কোতারায়ার প্রতিটি দোকানে তল্লাশি চালানো হয়। যেখানে দেখা যায়, মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই বাংলাদেশ থেকে আসা বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করা হচ্ছে।
এছাড়াও সেখানে অনেক বিদেশি ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনার পাশাপাশি আড়ালে দেশীয় মেডিসিন ব্যবসাও পরিচালনা করে আসছিলেন।
পুলিশ জানিয়েছে, বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের নাগরিকদের তত্ত্বাবধানে ওই এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। অভিযানের সময় এই তিন দেশের নাগরিকদের অধিকাংশই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।