Close Menu
iNews Global Insight
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
iNews Global Insight
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
iNews Global Insight
Home টোলপ্লাজায় দু..র্ঘ..টনা: ব্রেক ও ক্লাচ প্লেটে সমস্যা জেনেও মালিকের ছেলে বের করে গাড়িটি
জাতীয়

টোলপ্লাজায় দু..র্ঘ..টনা: ব্রেক ও ক্লাচ প্লেটে সমস্যা জেনেও মালিকের ছেলে বের করে গাড়িটি

Shamim RezaDecember 30, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ধলেশ্বরী টোলপ্লাজায় বাসচাপায় ৬ জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া বাসচালক মো. নুরুদ্দীন আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে বেপারী পরিবহনের চালক মো. নুরুদ্দীন বলেন, ঘটনার ৭ দিন আগে থেকে গাড়িটি গ্যারেজে ছিল। গাড়ির ব্রেক ও ক্লাচ প্লেটের সমস্যা ছিল। গাড়ির মালিক ডাব্লিউ বেপারীর ছেলে পারভেজ আমাকে এ অবস্থায় গাড়ি রাস্তায় বের করার জন্য চাপ দেন।

Troll Plaza

চালক মো. নুরুদ্দীন বলেন, ‘পারভেজ আমাকে বলেন, গাড়ি চালালে ঠিক হয়ে যাবে। তার চাপে শুক্রবার গাড়ি নিয়ে বের হই। গাড়িতে যাত্রী ছিল ৬০ জন। ধলেশ্বরী টোলপ্লাজায় যাওয়ার আগে গাড়ির গতি ছিল ৫৫ কিলোমিটার। ধলেশ্বরী টোলপ্লাজায় ঢুকার আগে গাড়ি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনতে পারি নাই। গাড়ি ব্রেক ফেল করেছিল। গিয়ার কমাতে চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণ হয়নি। পরে টোলপ্লাজায় গিয়ে গাড়ি দুর্ঘটনার স্বীকার হয়। আমি গাড়ি থেকে নেমে পালিয়ে যাই। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আমাকে র‌্যাব আটক করে।’

রবিবার (২৯শে ডিসেম্বর) বেপারী পরিবহনের চালাক মো. নুরুদ্দীন ও মালিক ডাব্লিউ বেপারীকে ঢাকার চিফ জুড়িসিয়িল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মুন্সীগঞ্জের হাঁসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আব্দুর রহমান আসামি নুরুদ্দিনের জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।

একইসঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপর আসামি ডাব্লিউকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের আদালত আসামি নুরুউদ্দিনের জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে একই আদালত অপর আসামি ডাব্লিউকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক নুরুদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচর থেকে ডাব্লিউকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে একই পরিবারের চারজনসহ দুটি গাড়ির ছয় আরোহী নিহত ও চারজন আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই পাঁচজন ও বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

এ ঘটনায় গত ২৮ ডিসেম্বর নিহত আমেনা আক্তারের ভাই মো. নরুল আমিন বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা বাস চালক, হেল্পার, বাসের মালিক ও ব্যাপারী পরিবহন ব্যানার কর্তৃপক্ষ। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ ডিসেম্বর মামলার বাদী নরুল আমিনের বোনের পরিবার প্রাইভেটকারে ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ধলেশ্বরী টোলপ্লাজায় টোল দেওয়ার জন্য বেলা সোয়া ১১ টার দিকে অপেক্ষায় ছিল। তাদের বহনককারী গাড়ির সামনে মোটরসাইকেলে এক ভদ্রলোক তার স্ত্রী ও সন্তানসহ টোল প্রদান করছিলেন। বেপারী পরিবহন সামনে থাকায় ও মোটরসাইকেলটি টোল দেওয়ার সময় প্রাইভেটকারকে পেছন দিক হতে দ্রুত ও বেপরোয়া গতিতে বেপারী পরিবহন ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার ও মোটরসাইকেটি দুমড়ো মুচড়ে যায়। প্রাইভেট কারে থাকা একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত হন।

200MP ক্যামেরার সঙ্গে দুর্ধর্ষ ফিচার নিয়ে বাজার কাঁপাচ্ছে Vivo X200 Ultra স্মার্টফোন

নিহতরা হলেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার, তার বড় মেয়ে ইসরাত জাহান, ছোট মেয়ে রিহা মনি, ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন, মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার ও তার ছেলে মো. আবদুল্লাহ। এ ঘটনায় প্রাইভেট কারের মালিক নুর আলম, তার বোন ফাহমিদা আক্তার, প্রাইভেট কারের চালক হাবিবুর রহমান ও মোটরসাইকেলের চালক সুমন মিয়া আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
টোলপ্লাজায়
Related Posts
পররাষ্ট্র উপদেষ্টা

সবার অংশগ্রহণে উৎসবমুখর হবে নির্বাচন : পররাষ্ট্র উপদেষ্টা

December 28, 2025
weaher-new

কতদিন থাকবে শীতের তীব্রতা, যা জানাল আবহাওয়া অফিস

December 28, 2025
প্রবাসী

আট দিনে প্রায় তিন লাখ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে

December 28, 2025
Latest News
পররাষ্ট্র উপদেষ্টা

সবার অংশগ্রহণে উৎসবমুখর হবে নির্বাচন : পররাষ্ট্র উপদেষ্টা

weaher-new

কতদিন থাকবে শীতের তীব্রতা, যা জানাল আবহাওয়া অফিস

প্রবাসী

আট দিনে প্রায় তিন লাখ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে

EC

তারেক রহমান-জাইমার ভোটার নিবন্ধন নিয়ে ইসি’র সিদ্ধান্ত কাল

Hadi

ওসমান হাদি হত্যার প্রকাশ্যে বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

ঘন কুয়াশা

শৈত্যপ্রবাহ নেই, আরও কয়েকদিন থাকবে ঘন কুয়াশা

মোবাইল সিম

বছরের শুরুতেই বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম

বাংলাদেশ নির্বাচন কমিশন

মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি

শৈত্যপ্রবাহ

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

নাহিদ ইসলাম

নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.