বিনোদন ডেস্ক : ইনস্টাগ্রামে শীর্ষাসনের একটি ছবি পোস্ট করেছেন মিমি চক্রবর্তী। সেখানে তাকে দেখা যাচ্ছে হালকা আকাশি স্পোর্টস ব্রা আর শর্টসে। সেই ছবি দেখে তাকে টালিউডের ‘মালাইকা’ বলে কটাক্ষ করা হয়েছে। মিমি সেই কটাক্ষের কোনো জবাবই দেননি।
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি ইনস্টাগ্রামে শীর্ষাসনের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন- ‘কারেন্ট মুড’। সেখানে তাকে শরীরচর্চারত অবস্থায় দেখা যাচ্ছে। ছবির মন্তব্যের ঘরে মিমির ঘনিষ্ঠ বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায় লিখেন- ‘আমি ফোনটা উল্টো করে ধরেছিলাম মাত্র’।
এই ছবি দেখে মিমিকে বাহবা জানিয়ে একজন লিখেন- ‘সপ্তাহের শুরুতেই শরীরচর্চা, অনুপ্রাণিত করলে’। তবে ট্রলাররা ছেড়ে কথা বলার নয়; একজন লিখেন- ‘এ তো পুরো টলিউডের ‘মালাইকা আরোরা’। ট্রলারদের পালটা জবাব দেননি মিমি।
সম্পর্কের চড়াই-উতরাই পেরিয়ে আজ টালিউডের প্রথমসারির নায়িকা তিনি। বক্স অফিসে মিমির শেষ রিলিজ ছিল ‘খেলা যখন’।
মুম্বাইতে নতুন ইনিংস শুরুর প্রস্তুতিতে মিমি। শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবির কাজ শেষ করেছেন। খুব শিগগিরই জাতীয় স্তরের ওটিটি প্ল্যাটফর্মে দেখা মিলতে পারে তার।
অন্যদিকে ‘পোস্ত’ এবং তার হিন্দি রিমেকে কাজ করবার পর এবার শিবপ্রসাদ-নন্দিতার পরিচালনায় আবিরের সঙ্গে জুটি বাঁধছেন মিমি। আসন্ন পূজায় মুক্তি পাবে এই ছবি। মার্চের মাঝামাঝি সময় থেকে কাজ শুরুর কথা এই ছবির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।