বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নতুন গাড়ি কিনেছেন স্পাইডার ম্যানখ্যাত টম হল্যান্ড। এবারেরটি পোর্শে টাইক্যান। গত শনিবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন টম। মনোক্রোম ছবিটিতে দেখা যায় গাড়িটির পাশে দাঁড়িয়ে আছেন টম। তিনি পোর্শের উদ্দেশ্যে লিখেছেন, ‘Thanks for making me go electric.’ টমের পোস্টে তার অনেক ভক্ত কমেন্ট করে তাকে অভিনন্দন জানিয়েছেন। টম এর মধ্যে বিরতি নিয়েছিলেন ইনস্টাগ্রাম থেকে। ভক্তরা অপেক্ষায় ছিল তার। কমেন্টে একজন লিখেছেন, ‘দুই মাসের বেশি হয়ে গিয়েছে। আমরা তোমাকে মিস করেছি।’ শেষ পর্যন্ত ইনস্টাগ্রামে ফেরার জন্য তাকে ধন্যবাদ দিয়েছেন কেউ কেউ।
টম হল্যান্ডের গাড়িটির মূল্য বাংলাদেশী টাকায় প্রায় ২ কোটি ৪২ লাখ (২ দশমিক ৮ লাখ ডলার)। টমের গাড়ির শখ রয়েছে। অটোবিজের তথ্যানুসারে, টমের একটি অডি আরএস সেভেন, আরএস সেভেন স্পোর্টসব্যাক, অডি কিউ সেভেন, অডি আর এইট ও রোলস রয়েস কালিনান ব্ল্যাক ব্যাজ রয়েছে।
স্পাইডার ম্যান সিরিজের নো ওয়ে হোম আসার পর থেকে টম হল্যান্ডের দিনকাল ভালো যাচ্ছে। এখন পর্যন্ত মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ছয়টি সিনেমায় তিনি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন। তিনি স্পইডার-ম্যান চরিত্রে অভিনয় করা কনিষ্ঠতম অভিনেতা। স্পাইডার-ম্যান হোমকামিং ২০১৭ সালে মুক্তি পায়। ২০১৯ সালে মুক্তি পাওয়া ফার ফ্রম হোম ১০০ কোটি ডলার আয় করে। ২০২১ সালে মুক্তি পাওয়া নো ওয়ে হোম আয় করে ১৮০ কোটি ডলারের বেশি। এ বছরে আসা আনচার্টেড সিনেমাটিও ভালো আয় করেছে। তুমুল হিট না হলেও সিনেমাটি ব্যবসাসফল।
টমের গাড়ির রাজ্যে নতুন সংযোজনটি নিয়ে ভক্তরা উচ্ছ্বসিত। কেউ কেউ আবার রসিকতা করতেও ছাড়েননি। কমেন্টে একজন লিখেছেন, ‘এমজে একটা টেস্ট ড্রাইভের অপেক্ষায় আছে।’ স্পাইডার-ম্যান সিনেমায় এমজে চরিত্রের অভিনেত্রী জেন্ডায়াকে ডেট করছেন টম। কমেন্টে সে বিষয়েই ইঙ্গিত করা হয়েছে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।