অরিজিৎ নয়, এবার তার বোনের গান শুনে মুগ্ধ ভক্তরা

অরিজিৎ এর বোন

বিনোদন ডেস্ক : শুধু অরিজিৎ সিং নন তার বোন অমৃতা সিংও দুর্দান্ত একজন সংগীতশিল্পী! যে কথা হয়তো অনেকেই জানতেন না। তবে বিষয়টি সকলের সামনে এসেছে সম্প্রতি। আমরা সকলেই জানি যে দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী হলেন অরিজিৎ সিং। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের একজন সাধারণ ছেলে হয়ে উঠেছেন দেশের গর্ব।

অরিজিৎ এর বোন

বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছে তার জনপ্রিয়তা। তবে শুধু যে তিনিই ভালো একজন সঙ্গীতশিল্পী তাই নন তার পরিবারেরই আরও এক সদস্য তার বোন একজন ভালো সংগীতশিল্পী। আসলে দাদার মতোই তিনিও লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন। তাইতো তার সম্পর্কে অনেকেই জানতেন না। তবে সম্প্রতি ‘বিসমিল্লা’ নামক সিনেমায় একটি গান করে প্রকাশ্যে এসেছেন তিনি।

‘বিসমিল্লা’ সিনেমার ‘তোমাকে দেখিনি’ গানটি গেয়েছেন তিনি সম্প্রতি এই সিনেমার পুরো টিম হাজির হয়েছিল ‘সারেগামাপা’র মঞ্চে। সেখানেই পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত গোটা টিমের পরিচয় দিতে গিয়ে জানান অমৃতা আসলে অরিজিৎ সিংয়ের বোন। যা শোনার পর রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন সকলে। কারণ, এর আগে বিষয়টি সম্পূর্ণ অজানা ছিল অনেকের জন্য।

Tomake Dekhini (তোমাকে দেখিনি) | Bismillah | Subhashree, Riddhi | Amrita Singh |Ritam |ID |SVF Music

তবে শুধুমাত্র এই সিনেমাই নয় এর আগে ‘জেনারেশন আমি’ নামক সিনেমায় গান গেয়েছিলেন তিনি। এছাড়া বলিউডেও গান গাওয়ার সুযোগ পেয়েছেন। একইসাথে অরিজিতের সাথে নানান স্টেজ পারফরম্যান্স করতেও দেখা গিয়েছে তাকে। ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অমৃতা। কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন তিনি।