‘তোমার চারটে বিয়ে’, প্রশ্নের জবাবে যা বললেন প্রসেনজিত

দেব

বিনোদন ডেস্ক : বিয়ে নিয়ে কথা বললেন অভিনেতা দেব তাও সোশ্যাল মিডিয়ায় । শুধু যে কথা বললেন এমনটা নয়, দেব বুম্বাদার কটা বিয়ে তাও গুলিয়ে ফেললেন।দেবের এই কথা শুনে খানিকটা গুম মেরে বসে থাকেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আসলে ৩০ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘কাছের মানুষ’ ।

দেব

তিনিই বাংলা ছবির ইন্ডাস্ট্রি। কয়েক দশক ধরে একভাবে অভিনয় করে আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পয়লা নম্বর তারকা হয়েও বিভিন্ন সময় তিনি বিঁদ্ধ হয়েছেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। যদিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই নিয়ে কখনও কোনও জায়গায় মুখ খোলেননি। কিন্তু, এবার দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিয়ে নিয়ে কথা বললেন তাও আবার সোশ্যাল মিডিয়ায়। শুধু যে কথা বললেন এমনটা নয়, দেব বুম্বাদার কটা বিয়ে তাও গুলিয়ে ফেললেন।দেবের এই কথা শুনে খানিকটা গুম মেরে বসে থাকেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপরই কর গুনে বলেন তাঁর চারটে নয় তিনটে বিয়ে।

কী বলেছিলেন দেব? ‘তোমার ব্যক্তিগত জীবন নিয়ে স্ট্যান্ডআপ করব, এতবড় কেরিয়ার তোমার’। তাছাড়া তোমার চারটে বিয়ে, তখন দেবের ভুল সংশোধন করে বুম্বা দা বলেন, আরে ধ্যাৎ চারটে কোথায়! আমার তো তিনটে বিয়ে। দেব তখন উচ্ছ্বসিত, আরে এটাই তো বলতে হবে। ভাবছেন ঠিক কী হতে চলেছে?

আসলে ৩০ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘কাছের মানুষ’ ছবিটি। সেই ছবির প্রচারের জন্য এক অভিনব আইডিয়া পেয়েছেন দেব। তিনি জানান এই ছবির প্রচারের জন্য বু্ম্বা দা স্ট্যান্ড আপ কমেডি করতে হবে।

তবে এতেই থেমে না গিয়ে দেবে বুম্বাদা কে বলেন, আসলে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে লোক হাসাতে হবে। খনিকটা হতবাক হয়ে প্রসেনজিতের প্রশ্ন, ‘আমার ব্যক্তিগত জীবনে কী আছে, যেটা জেনে লোক হাসবে!’ আর ঠিক এরপরই দেব বলেন ‘এই যে ৪ টি বিয়ে’। এরপরেই একটু ভেবে, কর গুনে প্রসেনজিৎ বলেন ‘নাহ তিনটে’।

এই ভিডিয়োটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা দেব। এই ভিডিয়োর একটি ক্যাপশ্যান দিয়ে লেখেন, ‘আপনারা তৈরি তো, কারণ আমরা জানি উনি পারবেন।’ এবার দেখার সত্যি সত্য়ি কী স্ট্যান্ডআর করবেন বুম্বা দা!
দিন কয়েক আগেই সামনে এসেছে এই ছবির ট্রেলার।

কারিনার ৪টি বিতর্কিত মন্তব্য যা ঝড় তুলেছিল নেট দুনিয়ায়

গত শনিবার সামনে এল ছবির প্রথম গান ‘চুম্বক মন’ গান। গানটি গেয়েছে ঊষা উত্থুপ পরিচালক পথিকৃৎ বসুর ছবিতে জুটি বেঁধেছেন Dev ও Ishaa Saha এবং রয়েছেন Prosenjit Chatterjee। আর তাই ছবিটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।