বিনোদন ডেস্ক : বহুদিন ধরে দেশের বাজারে আগুন। কাঁচা মরিচ থেকে শুরু করে টমেটো, নিত্যপ্রয়োজনীয় সবজিতে হাত দিতে ভয় পাচ্ছে নিম্ন-মধ্যবিত্তরা। সবজির দাম বেড়েছে প্রতিবেশী দেশ ভারতেও। তা নিয়েই এবার শঙ্কা প্রকাশ করলেন বলিউড তারকা সুনীল শেঠি।
সদ্য দেয়া এক সাক্ষাৎকারে এই অ্যাকশন হিরোকে বলতে শোনা যায়, টমেটোর দাম বাড়ার ফলে তার রান্নাঘরে কম ঢুকছে এই সবজি। অর্থাৎ শুধু আমি-আপনি নই, ভারতের অন্যতম ধনী তারকা সুনীল শেঠিও কমই খাচ্ছেন টমেটো।
সুনীলকে বলতে শোনা যায়, ‘আমার স্ত্রী মনা বাজারে গেলে শুধুমাত্র ১-২ দিনের জন্যই সবজি কিনে নিয়ে আসে। আমরা তাজা সবজি খেতে খুব ভালোবাসি। টমেটোর দাম আজকাল আকাশচুম্বী। যার প্রভাব পড়েছে আমাদের রান্নাঘরেও। আমরা আজকাল কম টমেটো খাই।’
অভিনেতা আরও বলেন, ‘লোকে ভাবতে পারে আমরা সুপারস্টার, এসব জিনিস আমাদের প্রভাবিত করে না। কিন্তু তা সত্য নয়। আমাদের সবাইকে মিলে এই জাতীয় সমস্যার মোকাবিলা করতে হবে।’
মুম্বাইয়ের একটি বিখ্যাত রেস্তোরাঁর মালিক সুনীল শেঠি। তিনি জানান, কীভাবে স্বাদ এবং মানের সঙ্গে তাকে আপস করতে হচ্ছে। অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আপনি যদি এই অ্যাপগুলোতে টমটোর দাম দেখেন, বুঝতে পারবেন না বাজারের থেকে সস্তা। আমি তো তাই অ্যাপ থেকেই অর্ডার করি।’
অভিনেতা বলেন, ‘শুধু সস্তা বলে নয়, এরা তাজা পণ্য় বিক্রি করে। আমি নিজে একজন রেস্তোরাঁর মালিক। আমাকে সবজির দাম নিয়ে দর কষাকষি করতেই হয়। কিন্তু বর্তমানে টমেটোর দাম বেড়ে যাওয়ার কারণে স্বাম ও মানের সঙ্গে আপস করতে হয়েছে লোকেদের। আমাকেও করতে হচ্ছে।’
বলিউডে পা রাখার আগে থেকেই রোস্তোরাঁ ব্যবসা সুনীল শেঠির। আপাতত তিনি দুটি ইটারি চালান- মিশ্চিফ ডাইনিং বার এবং ক্লাব এইচ২ও। তিনি এমন একটি ক্যাফে শুরু করেছেন যেখানে রয়েছে ওয়াটার স্টোর্টস। অর্থাৎ খাবার আসার আগে আপনি সেরে নিতে পারবেন সাঁতার।
নেট দুনিয়ায় সেরা কয়েকটি ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
কাজের সূত্রে সুনীল শেঠিকে শেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘হান্টার টুটেগা নেহি তোড়েগা’ ও ‘ধারাভি ব্যাঙ্ক’-এ। আসছে হিট ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় ছবি ‘হেরা ফেরি ৩’। যাতে পরেশ রাওয়াল আর অক্ষয় কুমারের সঙ্গে আগের দুটি পার্টের মতো সুনীলও থাকবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।