আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাজারে বাড়ছে টমেটোর সরবরাহ। এতে কমতে শুরু করেছে দাম। দেশটির অনেক শহরেই প্রতিকেজি টমেটোর দাম নেমে এসেছে ১০০ রুপির নিচে।
শুক্রবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এতে বলা হয়, ভারতের অনেক শহরেই টমেটোর দাম কেজিতে ১০০ রুপির নিচে নেমে এসেছে। তবে দিন পনেরো আগে টমেটোর দাম পৌঁছেছিল ২৬০ টাকায়। মূলত ভারতের বাজারে বাড়ছে টমেটোর সরবরাহ। এতে কমছে দাম।
শুক্রবার ভারতের বাজারে গড়ে প্রতি কেজি ১৪০ রুপিতে বিক্রি হওয়া টমেটোর গড় দাম নেমে এসেছে ৯৬ রুপিতে। এছাড়া দিল্লি, কলকাতা ও চেন্নাই শহরে যথাক্রমে টমেটো বিক্রি হয়েছে ৯৭, ১০০ ও ৫২ রুপিতে। তবে মুম্বাইতে এখনও ১৪৭ টাকা রুপিতে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে।
এর আগে টমেটোর দাম বেড়ে যাওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকার ভ্যানে করে ৪০ টাকা কেজি দরে টমেটো বিক্রির সিদ্ধান্ত নেয়। মূলত যেসব শহরে টমেটোর দাম প্রতি কেজি ২৫০ রুপিতে উঠে গিয়েছিল, সেই সব শহরে এনএএফইডি ও এনসিসিএফ নামের দুটি সরকারি সমবায় সমিতির মাধ্যমে টমেটো বিক্রি করা হয়।
ভারতের ভোক্তা অধিকারবিষয়ক মন্ত্রণালয় জানায়, চলতি আগস্ট মাসের ৪ তারিখেও ভারতের ৩১টি কেন্দ্রে টমেটো প্রতি কেজি ২০০ রুপিতে বিক্রি হয়েছে, কোথাও কোথাও তা বিক্রি হয়েছে সর্বোচ্চ ২৫৭ রুপিতে।
তবে এখন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়া আর কোথাও টমেটো ২০০ রুপির বেশিতে বিক্রি হচ্ছে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।
দেশটির বাজার পর্যবেক্ষকরা জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে আরও কমবে টমেটোর দাম। আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বাজার পরিস্থিতি।
এর আগে ভারতের কিছু অঞ্চলে ভারি বর্ষণের কারণ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ফসল সরবরাহ ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হয়। ফলে টমেটোর দাম চলতি বছরের জানুয়ারি মাসের তুলনায় জুলাইতে ৭০০ শতাংশ বেড়ে যায়। এতে অনেক ভারতীয় পরিবারই সাময়িকভাবে টমেটো খাওয়া বন্ধ করে দেয়।
এছাড়া টমেটোর ঊর্ধ্বমুখী দামের প্রভাবে ভারতের ম্যাকডোনাল্ডস ও বার্গার কিং বার্গারে টমেটো ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।