গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে জোড় ইজতেমায় আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। তাবলীগ জামাত বাংলাদেশের শুরারি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত মুসল্লি মো. নুর আলম (৮০) নোয়াখালী সদর উপজেলার আন্ডার চর গ্রামের সুলতান আহমাদের ছেলে।
নুর আলম জোড় ইজতেমা মাঠে নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন। ঘুমন্ত অবস্থায় তিনি মারা যান। সেখানে উপস্থিত সাথীরা তাকে প্রাথমিক সেবা দেওয়ার পর চিকিৎসাকেন্দ্রে নেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাবলীগ জামাত বাংলাদেশের শুরারি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেছেন, আজ একজন মুসুল্লির মৃত্যু হয়েছে। জুমার নামাজের পরে তার জানাজা হয়। মরদেহ পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে৷
শুক্রবার ফজরের নামাজের পর গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশের শুরারি নেজামের আয়োজনে পাঁচ দিনের ইজতেমা। আগামী ২ ডিসেম্বর (মঙ্গলবার) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে এ ইজতেমার সমাপ্তি হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



