জুমবাংলা ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে মাজার বস্তি এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী ও অন্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি রয়েছেন। অভিযানে গ্রেফতারদের কাছ থেকে নগদ টাকা, মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে যৌথবাহিনীর সহায়তায় শনিবার (১ মার্চ) সন্ধ্যায় টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। অভিযানে গাজীপুর ও উত্তরা ক্যাম্পের সেনাসদস্য, র্যাব ও জিএমপি সদস্যরা অংশ নেন।
অভিযানকালে মাদক বিক্রি, সেবন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় নগদ অর্থ, বিভিন্ন মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।