জুমবাংলা ডেস্ক : তনু, মুনিয়া, নুসরাত হত্যাকারীরা যতো শক্তিশালী হোক তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে নারী নেত্রীরা এ দাবি জানান।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন প্রায় ৩০ জন নারী নেত্রী। সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের কয়েকজনও। এসময় উইমেন রাইটস কমিশন গঠনের প্রস্তাব দেয়া হয়। দাবি জানানো হয় তথ্য অধিকার কমিশন, মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিশ্চিতের। নারীর প্রতি বৈষম্যমূলক আইনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে রাখা রিজার্ভেশন প্রত্যাহার করতে বলা হয়। সমাজকে নারীবান্ধব করে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
নারীর প্রতি বৈষম্যমূলক আইন বাতিল ও নারী নির্যাতনের বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। সব শিল্পকলা একাডেমি খুলে দেয়ার দাবি জানানো হয়। আলোচনা করে অগ্রাধিকার ঠিক করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। পরে মতবিনিময় নিয়ে ব্রিফিং করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।