বিনোদন ডেস্ক : টেলিভিশন থেকে বড় পর্দা— সবখানেই জনপ্রিয় অভিনেতা শান্তনু মাহেশ্বরী এবার হাজির হচ্ছেন ওটিটিতে। নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ ‘Tooth Pari: When Love Bites’-এ তার বিপরীতে থাকছেন ফ্লেমস খ্যাত অভিনেত্রী তানিয়া মানিকতলা।
এই সিরিজটি পরিচালনা করেছেন বাঙালি পরিচালক প্রতিম দাশগুপ্ত। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিরিজের প্রথম লুক ও টিজার, যা দর্শকদের মধ্যে আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
সিরিজে শান্তনুকে দেখা যাবে এক দন্ত চিকিৎসকের ভূমিকায়, আর তানিয়া অভিনয় করছেন এক ভ্যাম্পায়ারের চরিত্রে। টিজারে দেখা যায়, এক চিকিৎসা চলাকালীন শান্তনুর হাত কেটে যায়, আর তার রক্ত পড়তেই তানিয়ার চোখে মুখে ভ্যাম্পায়ারের রূপ ফুটে ওঠে!
সিরিজের নামের মতোই প্রেম ও রোমাঞ্চে ভরপুর এই গল্পে থাকছে রহস্যের ছোঁয়া। সিরিজটিতে আরও অভিনয় করেছেন রেবতী, সিকান্দার খের, তিলোত্তমা সোম, আদিল হোসেন এবং শাশ্বত চট্টোপাধ্যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।