বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সাম্প্রতিক কালে ইন্টারনেট ছাড়া চলা অসম্ভব। দৈনন্দিন জীবনে প্রতিটি মানুষেরই দিনের শুরু থেকে রাত পর্যন্ত ইন্টারনেট প্রয়োজন। সবকিছুতেই ইন্টারনেট জড়িয়ে রয়েছে। বিশ্বে এমন দশটি দেশ রয়েছে, যেখানে ইন্টারনেটের গতিবেগ আলোর থেকে দ্রুত। আসুন জেনে নেওয়া যাক সেই দেশগুলি সম্পর্কে বিস্তারিত। পৃথিবীর এমন দশটি দেশ রয়েছে, যেখানকার ইন্টারনেটের গতিবেগ সম্পর্কে জানলে আপনি অবাক হবেন।
যদিও এই তালিকায় ভারতের নাম নেই। বর্তমানে ভারতের স্থান ৫৯তম থেকে এগিয়ে হয়েছে ৫৬তম স্থানে এসেছে। এই তালিকার একেবারে প্রথম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। এখানকার ইন্টারনেটের গতিবেগ ২৩৮.০৬ এমবিপিএস। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। এখানকার ইন্টারনেটের গতিবেগ ২০২.৬১ এমবিপিএস। এরপর এই তালিকায় নরওয়ের (Norway) নাম রয়েছে তৃতীয় স্থানে। এখানকার ইন্টারনেটের গতিবেগ ১৭৭.৭২ এমবিপিএস।
কখনো আবার এর থেকেও বেশি ছাপিয়ে যায়। এই তালিকার চতুর্থ স্থানে রয়েছে কাতার। এখানকার ইন্টারনেটের গতিবেগ ১৭২.১৮ এমবিপিএস। সর্বাধিক মোবাইল ইন্টারনেটের গতিবেগের জন্য তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে চীন (China)। এদেশের ইন্টারনেটের গতিবেগ হলো ১৬৫.৩৮ এমবিপিএস। তালিকার ষষ্ঠ স্থানে চলে রয়েছে কুয়েত। এখানকার ইন্টারনেটের গতিবেগ হলো ১৫৭.১৮ এমবিপিএস। তালিকার সপ্তম স্থান অধিকার করেছে সৌদি আরব।
এখানকার ইন্টারনেটের গতিবেগ ১৫৫.৯৭ এমবিপিএস। সাইপ্রাস দেশটি তালিকার অষ্টম স্থান অধিকার করেছে। এখানকার ইন্টারনেটের গতিবেগ ১৪৪.৬৪ এমবিপিএস। তালিকায় নবম স্থানে রয়েছে বুলগেরিয়া এবং দশম স্থানে রয়েছে সুইজারল্যান্ড। এই দুটি দেশের ইন্টারনেট পরিষেবা যথেষ্ট ভালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।