বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে সর্বাধিক বিক্রিত ফোনের তালিকা প্রকাশ করেছে মার্কিন সংস্থা আন্তর্জাতিক ডেটা কর্পোরেশন, আইডিসি। বিক্রিতে শীর্ষে পাঁচ ফোনের মধ্যে তিনটিই অ্যাপলের আইফোন। আইডিসির গবেষক ফ্রান্সিসকো জেরোনিমো টুইটারে এই তালিকা প্রকাশ করেন।
২০২২ সালে বিক্রিতে সেরা ৫ ফোন
বিক্রির শীর্ষে ছিল আইফোন ১৩। দ্বিতীয় ও চতুর্থ অবস্থানেও ছিল আইফোনের দুটি ভিন্ন মডেল। যথাক্রমে ১৩ প্রো ম্যাক্স ও ১৩ প্রো। তৃতীয় ও পঞ্চম স্থানে ছিল দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের যথাক্রমে গ্যালাক্সি এ১২ ও গ্যালাক্সি এ৩২।
তবে ফোনগুলো সারাবিশ্বে কি পরিমাণ বিক্রি হয়েছে সে তথ্য উল্লেখ করা হয়নি।
২০২২ সালে বিক্রিতে সেরা ৫ ফোন
ফ্রান্সিসকো জেরোনিমো তার টুইটে আরও উল্লেখ করেন, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে আইফোন ১৩ বিক্রি করে অ্যাপলের আয় হয়েছে প্রায় ৪২ বিলিয়ন ডলার। যা মোট আইফোন বিক্রির ৮৪ শতাংশ।
সরবরাহ ঘাটতি থাকা সত্ত্বেও অ্যাপল গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর এই ৩ মাসে রেকর্ড পরিমাণ লাভ করেছে। এই সময়ে অ্যাপল প্রায় ৭২ বিলিয়ন ডলার আইফোন বিক্রির কথা জানিয়েছে।
অ্যাপল গতবছরের সেপ্টেম্বরে তাদের আইফোন ১৩ সিরিজের চারটি মডেল বাজারের নিয়ে আসে। মডেলগুলো হচ্ছে আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স। এগুলোতে ব্যবহার করা হয়েছে দ্রুতগতি সম্পন্ন চিপ এবং ভালো মানের ক্যামেরা। ফোনগুলোতে ছিল ৫জি প্রযুক্তি।
একনজরে স্পেসিফিকেশন, আইফোন ১৩
র্যাম: ৪ জিবি
রম: ১২৮, ২৬৫, ৫১২ জিবি
প্রসেসর: অ্যাপল এ১৫ চিপসেট
ডিসপ্লে: ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে
রেজুলেশন: ২৭৭৮ বাই ১২৮৪ পিক্সেল
ব্যাটারি: ৩২৪০ এমএএইচ
একনজরে স্পেসিফিকেশন, আইফোন ১৩ প্রো ম্যাক্স
র্যাম: ৬ জিবি
রম: ১২৮, ২৬৫, ৫১২, ১ টেরাবাইট
প্রসেসর: অ্যাপল এ১৫ চিপসেট
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে
রেজুলেশন: ২৭৭৮ বাই ১২৮৪ পিক্সেল
ব্যাটারি: ৪৩৫২ এমএএইচ
একনজরে স্পেসিফিকেশন, গ্যালাক্সি এ১২
র্যাম: ২, ৩, ৪, ৬ জিবি;
রম: ৩২, ৬৪ ১২৮ জিবি
প্রসেসর: মিডিয়াটেক হেলিও পি৩৫ অক্টা-কোর প্রসেসর
ডিসপ্লে: ৬.৫০-ইঞ্চি ইনফিনিটি-ভি ডিসপ্লে
রেজুলেশন: ৭২০ বাই ১৬০০ পিক্সেল
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
একনজরে স্পেসিফিকেশন, আইফোন ১৩ প্রো
র্যাম: ৬ জিবি র্যাম
রম: ১২৮, ২৬৫, ৫১২, ১ টেরাবাইট
প্রসেসর: অ্যাপল এ১৫ চিপসেট
ডিসপ্লে: ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে
রেজুলেশন: ২৫৩২ বাই ১১৭০
ব্যাটারি: ৩০৯৫ এমএএইচ
একনজরে স্পেসিফিকেশন, গ্যালাক্সি এ৩২
র্যাম: ৪, ৬, ৮ জিবি
রম: ৬৪, ১২৮ জিবি
প্রসেসর: হেলিও জি৮০ প্রসেসর
ডিসপ্লে: ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিন
রেজুলেশন: ৭২০ বাই ১৬০০ পিক্সেল
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।