বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তির কল্যাণে ঘরে ঘরে এখন ব্যবহৃত হচ্ছে অ্যান্ড্রয়েড টেলিভিশন। আর এসব টেলিভিশনে ব্রাউজার ব্যবহারও অত্যন্ত সহজ। তবে এমন টিভিতে আধুনিক ও ফাস্ট ব্রাউজার ব্যবহারের আগ্রহ থাকে সবার। যা টেলিভিশনের অপারেটিং সিস্টেমে কোনো ব্রাউজার বিল্টইন বা আগে থেকে ইনস্টল করা থাকে না।
অ্যান্ড্রয়েড টিভিতে অ্যামাজন, নেটফ্লিক্স থেকে শুরু করে হইচই ও চরকির মতো ওটিটি সাইটগুলো এখন বেশ জনপ্রিয়। আপনি চাইলে এগুলোর পাশাপাশি বিভিন্ন অ্যাপ ইনস্টল করে টেলিভিশন স্ক্রিনে বিভিন্ন বিষয়ে ব্রাউজিংও করতে পারেন। জেনে নিন, যে সব ব্রাউজার অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড টিভি ডিভাইসকে করে তুলতে পারবেন আরও বেশি স্মার্ট। অ্যান্ড্রয়েড টেলিভিশনে ইনস্টল করার মতো পাঁচটি ব্রাউজার নিয়েই আমাদের আজকের আলোচনা-
গুগল ক্রোম : গুগল ক্রোম ব্রাউজার অ্যান্ড্রয়েড টেলিভিশনে আগে থেকেই ইনস্টল করা থাকে না। আবার অ্যান্ড্রয়েড টেলিভিশনের থাকা প্লে-স্টোর থেকেও ক্রোম ব্রাউজারটি ডাউনলোড করা যায় না। তবে এসব বাধা পেরিয়ে ব্রাউজারটি ইনস্টল করতে আপনাকে অ্যান্ড্রয়েড টিভি বক্সের ওয়েব সেকশনে যেতে হবে এবং সেখানের প্লে-স্টোর থেকে ক্রোম ব্রাউজারটি ইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েড টেলিভিশনে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার খারাপ ও ভালো দিক রয়েছে। আপনি ক্রোম ইউজার হলে আপনার বুকমার্ক ও ব্রাউজিং হিস্ট্রিসহ সব তথ্যই ক্রোমের মাধ্যমে টেলিভিশনে খুঁজে পাবেন। তবে এর খারাপ দিকটি বেশ জটিল। টেলিভিশনের সঙ্গে সংযুক্ত রিমোট দিয়ে ক্রোম ব্রাউজার নিয়ন্ত্রণ নাও করা যেতে পারে।
মোজিলা ফায়ার ফক্স : ফায়ারফক্স ডেস্কটপ ও মোবাইল ব্রাউজার হিসেবে বেশ সুপরিচিত। আপনার টেলিভিশনের ব্রাউজার হিসেবে চাইলে এটি ইনস্টল করতে পারেন। ক্রোমের মতোই ফায়ার ফক্স ব্রাউজারটিরও অ্যান্ড্রয়েড টেলিভিশনের জন্য ডেডিকেটেড কোনো ভার্সন নেই। আর অ্যান্ড্রয়েড টেলিভিশন প্লে-স্টোরের দেওয়া রেস্ট্রিকশনের জন্য ফায়ার ফক্স সেখান থেকে ডাউনলোড করা যায় না। অনেকের মতে, ফায়ার ফক্সে থাকা ইউটিউব সাইটটি অনেক বেশি দ্রুতগতির। তবে সবাই একই রকম স্পিড পাবেন এটা শতভাগ নিশ্চিত না।
পাফিন টিভি ব্রাউজার : অনেক ব্রাইজার আছে টেলিভিশনে চালানোর উপযোগী নয়। তবে পাফিন ব্রাউজারে টেলিভিশনের সঙ্গে সংযুক্ত রিমোট দিয়েই চালানো যায়। সে জন্যই পাফিন টিভি ব্রাউজার হতে পারে দারুণ একটি অপশন। পাফিন টিভি ব্রাউজারের একটি ভার্সন শুধু অ্যান্ড্রয়েড টেলিভিশন বক্সের জন্যই তৈরি। এটি কেবল মোবাইলের অ্যাপ না। তা ছাড়া পাফিন ব্রাউজার অনেক বেশি হালকা ডিজাইনের হওয়ায় সেটি দ্রুত অপারেট করা যায় এবং দর্শকের চোখের জন্যও বেশ আরামদায়ক।
টিভি ওয়েব ব্রাউজার : টিভি ওয়েব ব্রাউজার অনেকটা পাফিন ব্রাউজারের মতোই। এই ব্রাউজারটিও অ্যান্ড্রয়েড টেলিভিশন বক্সের জন্য আলাদা ভার্সন তৈরি করা হয়েছে। এর নেভিগেশন বাটনগুলো খুবই সহজ। যে কোনো ইউজার যাতে সহজেই চালাতে পারেন সেভাবেই ডিজাইন করা হয়েছে। যদি ফিচারের কথায় আসি, তাহলে দেখা যায়, টিভি ওয়েব ব্রাউজারটি ভয়েস সার্চ, বুকমার্ক, ব্রাউজিং হিস্ট্রি, কাস্টোমাইজ সার্চ ইঞ্জিন এবং রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণের জন্য অনস্ক্রিন মাউস পয়েন্টারের সুবিধা রয়েছে।
টিভি ব্রো : এই ব্রাউজারটি ডিজাইনই করা হয়েছে যেন সেটি টেলিভিশন রিমোটের সাহায্যে ভালোভাবে চলতে পারে। এই ব্রাউজারের মূল ফিচারগুলোর মধ্যে রয়েছে ট্যাবস, বুকমার্কের জন্য সাপোর্ট। রয়েছে ভয়েস সার্চ সাপোর্ট এবং সেটিও টেলিভিশন রিমোটের সাহায্যেই করা যায়। এগুলোর সঙ্গেই রয়েছে সহজে ব্যবহার করার মতো ডাউনলোড ম্যানেজার, ব্রাউজিং হিস্ট্রি দেখার মতো দারণ সব শর্টকাট। সেই সঙ্গে ‘টিভি ব্রো’ বাউজারটির সোর্স একেবারেই উন্মুক্ত। আর এই ব্রাউজারে ব্যবহারকারীর অ্যাকাউন্ট সুইচ করার আলাদা সুযোগ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।