বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তির সঙ্গে আপনাকে এগিয়ে থাকতে সবচেয়ে কাছের এবং প্রয়োজনীয় ডিভাইস স্মার্টফোন। শুধু ছবি তোলায় নয়, আপনার অনেক প্রয়োজন মেটায় ছোট এই ডিভাইসটি। তাই ফোন কেনার আগে ফোনটির ফিচারের সম্পর্কে জেনে নিতে হবে। এই ক্ষেত্রে বাজেট অবশ্যই একটি বড় বিষয়। কিন্তু আপনি একটু চোখ-কান খোলা রাখলেই নিজের বাজেটের মধ্যেই বেছে নিতে পারেন সেরা ফোনটি। এই পর্বে তুলে ধরা হলো বাজেট নির্ভর তেমনই ৫ স্মার্টফোন, যা আপনার অনেক প্রয়োজন মেটাতে পারে।
স্যামস্যাং গ্যালাক্সি এ০৫
ফোন কিনতে গেলে সবার আগেই আসে স্যামসাংয়ের নাম। অনেকের ধারণা একটু ভালো কনফিগারেশন স্যামসাং ফোন কিনতে গুনতে হবে অনেক টাকা। কথাটা একদম মিথ্যা নয়। কিন্তু তাদের বাজেট নির্ভর অনেকগুলো ফোন রয়েছে, যা দিয়ে আপনার প্রয়োজন অনায়েশে মিটে যাবে। তারমধ্যে অন্যতম স্যামসাং নতুন ফোন গ্যালাক্সি এ০৫ । চলতি মাসেই স্যামসাং বাজারে নিয়ে এসেছে এই ফোনটি। ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সঙ্গে ২৫ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সক্ষমতা। ফলে মাত্র ৩০ মিনিটেই ৪৮ শতাংশ চার্জ হয়ে যায়। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ব্যাবহার করা হয়েছে মিডিয়াটেক জি৮৫ প্রসেসর। ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লের ফোনে আছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, ২ মেগাপিক্সেল ডেপথ-সেন্সিং লেন্স ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির দাম ২২ হাজার ৪৯৯ টাকা।
শাওমি রেডমি নোট ১২
স্মার্টফোন ব্র্যান্ড শাওমি দেশের বাজারে বেশ কমদামে ভাল মানের ফোন নিয়ে এসেছে। যার মধ্যে অন্যতম রেডমি নোট ১২। ফোনটিতে রয়েছে ১২০ হার্জের অ্যামোলেড ডিসপ্লে। ৬জিবি ও ১২৮জিবি এবং ৮জিবি ও ২৫৬ জিবি দুটি ভেরিয়েন্টের ফোন পাওয়া যায়। ৫০ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ও ২ মেগা পিক্সেল ম্যাক্রো মিলিয়ে ক্যামেরা আছে ৩টি। উন্নত পারফর্মেন্স দিতে ফোনটিতে আছে ৬ ন্যানো মিটারের কোয়ালকম ৬৮৫ স্ন্যাপড্রাগন প্রসেসর। ফলে আপনার হাই পারফর্মেন্সের অনেক কাজ নিমেষে করা যাবে ফোনটিতে। দীর্ঘ সময় ফোন চালানোর সুবিধা দিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। দুটি ভেরিয়েন্ট ফোন মিলবে ২১,৪৯৯ টাকা এবং ২২,৯৯৯ টাকা।
ভিভো ওয়াই ২৭ এস
ফাস্ট চার্জিং প্রযুক্তি, বাড়তি ব্যাটারি ব্যাকআপ, উন্নত প্রসেসর এবং ভাল ক্যামেরা সেটআপ সবই রয়েছে এই ভিভো ওয়াই ২৭এস ফোনটিতে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ফুল চার্জ করতে সময় নেবে আনুমানিক এক ঘণ্টার চেয়ে কম সময়। এতে রয়েছে ৬ ন্যানো মিটার স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে এতে রয়েছে ফানটাচ ওএস ১৩। ৮ জিবি র্যামের সঙ্গে আরও ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম। ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকলেও এটি বাড়াতে পারবেন ১ টেরাবাইট পর্যন্ত। ৬.৬৪ ইঞ্চি মাল্টি টাচ ক্যাপাসিটির এলসিডি ডিসপ্লে থাকবে স্মার্টফোনটিতে। ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে ফোনটিতে। বারগেন্ডি ব্ল্যাক ও গার্ডেন গ্রিন, দুই রঙে মিলছে ভিভো ওয়াই ২৭ এস। দাম ২২ হাজার ৯৯৯ টাকা।
অপো এ৫৮
সময়ের সঙ্গে তাল মিলিয়ে অপো নিয়ে এসেছে বাজেট নির্ভর অনেকগুলো ফোন। সেসব ফোনের পারফর্মেন্সের দিকে এগিয়ে আছে অপো এ৫৮। ফোনটিতে থাকছে ৬.৭২-ইঞ্চির এফএইচডি প্লাস সানলাইট ডিসপ্লে। স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার। ডিভাইসটির আলট্রা-ক্লিয়ার ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা ছবির ডিটেল খুব ভালোভাবে তুলে ধরে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে ফোনটিতে। যেখানে মিলবে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি। ৬জিবি ও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম সমৃদ্ধ দুটি ভেরিয়েন্টের ফোন মিলবে ২০,৯৯০ টাকা ও ২২,৯৯০ টাকায়।
ইনফিনিক্স নোট ৩০
ভিভো, অপো ও শাওমির মধ্যে আরও একটি ব্র্যান্ডের স্মার্টফোন এখন বেশ আলোচনায় আছে। সেটি ইনফিনিক্স নোট ৩০ এখন অনেকেরই বেশ পছন্দ হবে। এই ফোনটিতে রয়েছে ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের নন রিমুভ্যাল ললিপপ ব্যাটারি। হেলিও জি৯৯ প্রসেসর। ৬.৬৭ ইঞ্চির অ্যামেলেড ডিসপ্লে। ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং ডিসপ্লের পাঞ্চ হোলের ভিতরে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি রমের দুটি ভেরিয়েন্ট রয়েছে। দাম যথাক্রমে ১৮,৯৯৯ টাকা এবং ২১,৯৯৯ টাকা।
কোথায় পাবেন
ফোনগুলো পাওয়া যাবে তাদের নিজস্ব স্টোর এবং আউটলেটে। এছাড়াও বিভিন্ন মার্কেটের ফোনের স্টোরগুলোতে মিলবে এসব স্মার্টফোন। শোরুমের পাশাপাশি দারাজ ও পিকাবুর মতো অনলাইন স্টোরগুলোতে পেয়ে যাবেন ফোন। দোকান বা অনলাইন স্টোর থেকে কেনার সময় ওয়ারেন্টি এবং আসল ফোন দেখে কিনুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।