বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই চিত্রনায়কের জীবনযাপনও বাদশাদের মতোই। কেননা, খান সাহেবের গ্যারেজে আছে কয়েক ডজন গাড়ি। এর মধ্যে ১১টি মডেলের গাড়ির কথা বলতেই হয়। যেগুলো শুধু দামীই নয়, ফিচারেও অনন্য। জানুন এসব গাড়ি সম্পর্কে।
রোলস রয়েস কুলিনান ব্ল্যাক ব্যাজ
সুপারস্টার শাহরুখ খানের গ্যারাজে থাকা সবথেকে দামি এবং বিলাসবহুল গারি রোলস রয়েসের এই মডেলটি। গাড়ির দাম ভারতে ৮ কোটি ২ লাখ রুপি।
যেহেতু রয়েসের গাড়িতে নানা কাস্টমাইজেশন করা যায় তাই গাড়িটির সর্বমোট মূল্য ১০ কোটি ছাড়িয়ে যেতে পারে। এই চার চাকায় রয়েছে ০৫৫৫ ভিআই পি নম্বর প্লেট। বিলাসবহুল সরঞ্জামে পরিপূর্ণ গাড়িটির পারফরম্যান্স এবং সুরক্ষাও দুর্ধর্ষ।
রোলস রয়েস ফ্যান্টম ড্রপহেড
আরও একটি রোলস রয়েস। এই গাড়িটিও ওপরের মডেলের সমান বিলাসবহুল। দাম সাড়ে চার কোটি রুপি।
এতে রয়েছে ৬.৮ লিটার ভি১২ পেট্রল ইঞ্জিন যা বিশাল ৪৬৫ পিএস শক্তি উৎপন্ন করতে পারে। যদিও এই গাড়িটি ডিসকন্টিনিউ করে দিয়েছে রোলস রয়েস। কিন্তু তবুও রাস্তায় এই দুই চাকা দেখলে মন জুড়িয়ে যায়। চমৎকার এই সেডান গাড়িটি নন-কাস্টমাইজ ভার্সনের জন্য প্রায় ৭ কোটি রুপি খরচ করতে হয়।
বেন্টলি কন্টিনেন্টাল জিটি
প্রিমিয়াম ডিজাইনের অনবদ্য স্পোর্টস কার বেন্টলি কন্টিনেন্টাল জিটি। যার দাম প্রায় ৫.৮৯ কোটি রুপি (এক্স-শোরুম)। এই চার চাকায় রয়েছে ৪ লিটার টুইন টার্বো পেট্রল ইঞ্জিন। যা ৫০৫ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। এই গাড়ির ইঞ্জিন সঙ্গে ৬৬০ নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। এই গাড়িটি যেখানেই যায় একটি আলাদাই আকর্ষণ তৈরি করে।
বিএমডব্লিউ
এই জার্মান সংস্থার একাধিক গাড়ি রয়েছে শাহরুখ খানের কাছে। এগুলো হলো-বিএমডব্লিউ ৭, বিএমডব্লিউ ৬ এবং বিএমডব্লিউ আই৮। গাড়িগুলোর দাম যথাক্রমে পৌনে দুই কোটি রুপি থেকে তিন কোটির মধ্যে। এর মধ্যে বিএমডব্লিউ আই৮ মডেলটি বিশ্বের প্রথম প্লাগ-ইন হাইব্রিড গাড়ি যা সর্বোচ্চ ৩৬০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে।
অডি এ৮ এল
আরও এক জার্মান বিউটি অডি। এই সংস্থার ফ্ল্যাগশিপ গাড়ি বা অন্যতম দামি চার চাকা এ৮ এল মডেল। গাড়িটির দাম দুই কোটি রুপি। এই গাড়িতে রয়েছে ৪.২ লিটার ইঞ্জিন। যার সর্বোচ্চ ৩৮৪ হর্সপাওয়ার ও ৮৫০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। গাড়িটি ভারতের সবথেকে দামি গাড়ির তালিকায় পড়ে।
আর কী কী গাড়ি রয়েছে শাহরুখের?
ওপরের ৭টি মডেলের গাড়ি ছাড়াও আরও ৪টি গাড়ি রয়েছে শাহরুখ খানের কাছে। এই চার চাকাগুলো হল- ল্যান্ড রোভার, টয়োটা ল্যান্ড ক্রুজার, মিতসুবিশি পারো এবং হুন্দাই ক্রিয়েটা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।