তরমুজ খেয়ে হাসপাতালে একই পরিবারের ৪ জন

Tormuj

জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীতে তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ সোমবার দুপুরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে সবাই আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান।

Tormuj

অসুস্থ ব্যক্তিরা হলো— সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের আমজাদ হোসেন, ছেলে রুহুল আমিন, পুত্রবধূ রুপসী বেগম, নাতনী রাজিয়া আক্তার।

হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন বলেন, ‘শনিবার রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজার থেকে একটি তরমুজ কিনে আনি। ওইদিন ইফতারিতে অর্ধেক তরমুজ খাওয়া হয়। পরদিন রোববার ইফতারির সময় বাকি অর্ধেক তরমুজ খাওয়া হলে রাত থেকেই পাতলা পায়খানা শুরু হয়। আজ দুপুরে হাসপাতালে এসে ভর্তি হই।’

বিস্ময়কর এই ফুল দেখতে হুবহু পাখির মত

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ‘অসুস্থদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে তরমুজ খেয়েই যে অসুস্থ হয়েছে সেটা বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্যে বিষক্রিয়া হয়ে এরা অসুস্থ হয়ে পড়েছে। কী কারণে তারা অসুস্থ হয়েছে সেটা নিশ্চিত হতে পরীক্ষা শেষে বলা যাবে।’