তরুণদের নেতৃত্বে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ মাদাগাস্কার। গত এক সপ্তাহ ধরে মাদাগাস্কারের বিভিন্ন স্থানে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে — যা ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বড় আন্দোলনে পরিণত হয়েছে। বিক্ষোভকারীদের বেশির ভাগই তরুণ। বিক্ষোভকারীদের হাতে ‘রাজোয়েলিনা সরে যাও’, প্রেসিডেন্ট ‘হত্যাকারী’ লেখা ব্যানার দেখা যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, প্রথমে রাজধানী কেন্দ্রিক এই প্রতিবাদ দ্রুত দেশের আটটি শহরে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভ আরও বাড়ছে।
বিক্ষোভকারীরা ব্যানার হাতে বিদ্যুৎ বিপর্যয়ের নিন্দা জানিয়ে সরকারের বিরুদ্ধে মৌলিক অধিকার নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতিকেও চলমান সংকটের মূল কারণ হিসেবে দায়ী করেছেন তারা।
বিবিসি জানায়, প্রথমে মৌলিক পণ্যের সংকট নিয়ে ক্ষোভ থেকেই বিক্ষোভ শুরু হলেও তা দ্রুতই প্রেসিডেন্ট আন্দ্রি রাজুয়েলিনার সরকারের জন্য এক গুরুতর চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ২০১৮ সাল থেকে দ্বিতীয় দফায় ক্ষমতায় থাকা রাজুয়েলিনা সোমবার সরকারের মন্ত্রিসভা ভেঙে দিলেও তাতে বিক্ষোভ থামেনি।
জাতিসংঘের হিসাবে, এ পর্যন্ত অন্তত ২২ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে। তবে মাদাগাস্কার সরকার এই তথ্য অস্বীকার করে একে “গুজব ও ভ্রান্ত তথ্য” বলে উল্লেখ করেছে।
১৯ সেপ্টেম্বর রাজধানী আন্টানানারিভোতে দীর্ঘদিনের বিদ্যুৎ ও পানির সংকট নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা করায় দুই শীর্ষ স্থানীয় রাজনীতিককে গ্রেপ্তার করা হয়। এর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।
রাষ্ট্রায়ত্ত সেবা সংস্থা জিরামা পরিচালিত বিদ্যুৎ ও পানির সরবরাহ প্রতিদিন ঘন্টাব্যাপী বন্ধ থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকে এই গ্রেপ্তারকে বৈধ প্রতিবাদ দমন করার প্রচেষ্টা হিসেবে দেখেছেন, যা জনরোষকে আরও উসকে দেয়। এরপর নাগরিক সমাজ সংগঠনগুলো আন্দোলনে যুক্ত হয় এবং তরুণদের নেতৃত্বে ‘Gen Z Mada’ নামে একটি অনলাইন আন্দোলনের সূচনা হয়।
এক বিবৃতিতে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তাদের ‘অবৈধ ও অতিরিক্ত শক্তিপ্রয়োগের’ ঘটনার নিন্দা জানিয়েছে। সঠিক ও কার্যকর তদন্ত করে আটক বিক্ষোভকারীদের মুক্তি দিতে দেশটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়েছে, মাদাগাস্কারের সড়কে প্রতিটি মৃত্যু বেদনাদায়ক স্মৃতিকে মনে করিয়ে দেয় যে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সহিংস আক্রমণের শিকার হয়েছে।
গতকাল সকালে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ ছয়টি বিদেশি দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদল এক যৌথ বিবৃতিতে সব পক্ষকে গঠনমূলক সংলাপে বসার আহ্বান জানিয়েছে।
২০০৯ সালে একটি অভ্যুত্থানের পর ক্ষমতায় আসেন ৫১ বয়সী রাজোয়েলিনা। অভ্যুত্থানে প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানা ক্ষমতাচ্যুত হন।
আন্তর্জাতিক চাপের কারণে ২০১৩ সালের নির্বাচনে অংশগ্রহণ না করার পর রাজোয়েলিনা ২০১৮ সালে পুনর্নির্বাচনে জয়ী হন। ২০২৩ সালে বিরোধীদের বর্জন করা বিতর্কিত নির্বাচনে পুনর্নির্বাচিত হন তিনি।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।