বিনোদন ডেস্ক : ফের বিতর্কে এডুটেক সংস্থা বাইজু। এই সংস্থাকে ঘিরে একাধিক অভিযোগ জমা পড়েছে, তৈরি হয়েছে বিতর্ক। এবার বিতর্কে জড়িয়ে গেলেন সংস্থার প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বেসাডার শাহরুখ খানও। গত শনিবার (২৯ এপ্রিল) বাইজুর বেঙ্গালুরুর অফিসে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ভারতীয় সংবাদপত্র দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা যায়, মধ্য প্রদেশের এক জেলা ক্রেতা সুরক্ষা আদালতে বাইজুর ম্যানেজার ও বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে অভিযোগ জানিয়েছিলেন প্রিয়াঙ্কা দীক্ষিত নামের এক তরুণী। বাইজু ও শাহরুখকে ‘প্রতারণামূলক আচরণ’ এবং ‘অন্যায্য বাণিজ্য অনুশীলন’-এর জন্য দোষী সাব্যস্ত করেছে ক্রেতা সুরক্ষা আদালত।
জানা গেছে, আইএএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন মধ্যপ্রদেশের ওই তরুণী। ইন্দোরের বাসিন্দা প্রিয়াঙ্কা দীক্ষিত আদালতে অভিযোগ করেন, সংশ্লিষ্ট এডুটেক সংস্থাকে ১.৮ লাখ টাকা কোচিং-এর ফি বাবদ দিয়েছিলেন তিনি। আইএএস-এর প্রস্তুতি সংক্রান্ত ক্লাসে ২০২১ সালে ভর্তি হলেও কোনো রকম কোচিংয়ের সুবিধা পাননি তিনি। এই অভিযোগের ভিত্তিতেই কড়া রায় দিলেন আদালত। প্রিয়াঙ্কা দীক্ষিতকে তার কোচিংয়ের ফি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন কনজিউমার কোর্ট।
প্রিয়াঙ্কা আদালতকে জানান, বারবার তাকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলা হলেও কোনো ফেরত দেয়নি বাইজু। প্রিয়াঙ্কার দাবি, বাইজুর ‘মিথ্যা এবং বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন দেখে ওই কোর্সে ভর্তি হওয়ার প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি। অভিযোগের প্রতিলিপিতে সংস্থার পাশাপাশি শাহরুখ খানের নামেও অভিযোগ আনেন- ওই আইএএস পদপ্রার্থী। ২০২১ সালের ১৩ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞাপন দেখেই প্রভাবিত হয়েছিলেন তিনি।
এরপর গত সপ্তাহে ইন্দোর জেলা ক্রেতা সুরক্ষা আদালতের পক্ষ থেকে জানানো হয়, প্রিয়াঙ্কাকে শুধু তার জমা দেওয়া ফি (১.৮ লাখ টাকা) ফেরত দিলেই চলবে না। সঙ্গে দিতে হবে ১২ শতাংশ বার্ষিক সুদ। মামলার খরচ বাবদ প্রিয়াঙ্কা দীক্ষিতকে ৫ হাজার টাকা দিতে হবে। সঙ্গে আর্থিক ও মানসিক যন্ত্রণা ভোগের জেরে আরও ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দিতে হবে।
বাইজুর স্থানীয় ম্যানেজার এবং শাহরুখ খানকে যৌথভাবে অথবা পৃথকভাবে প্রিয়াঙ্কা দীক্ষিতকে এই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ক্রেতা সুরক্ষা আদালতের রায়ে বলা হয়েছে, ‘অভিযুক্ত বাইজু এবং অভিনেতা শাহরুখ খানকে নোটিশ পাঠানোর পরেও তারা আদালতকে কোনো জবাব দেননি, তাই একতরফা রায় ঘোষণা করা হয়েছে’।
প্রিয়াঙ্কার আইনজীবী সুরেশ কাংগা জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে তার মক্কেলকে আগামী ৩০ দিনের মধ্যে টাকা ফেরত ও ক্ষতিপূরণ দিতে হবে বাইজু এবং শাহরুখ খানকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।