জুমবাংলা ডেস্ক : তথাকথিত মেগা প্রকল্পের দরকার নেই জানিয়ে অর্থ উপদেষ্টা ড.সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এক জায়গায় ২ থেকে ৩ হাজার কোটি টাকা ব্যয় করা হয়। অন্য জায়গায় কোন কিছুই করা হয় না।দেশে যতগুলো মেগা প্রকল্প রয়েছে তা এখন রিভিউ করা হচ্ছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সার্কিট হাউজে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এখন মাঝারী থেকে ছোট প্রকল্পে দেখে শুনে বিনিয়োগ করা হবে যাতে কর্মসংস্থান তৈরির পাশাপাশি সরকারের আয়ের পথও তৈরি হয়।
সচিবালয়ে সাংবাদিকসহ বেসরকারিদের অস্থায়ী প্রবেশ পাশ আপাতত বাতিল
মতবিনিময় সভায় অর্থ উপদেষ্টা আরও বলেন, ব্যাংক অর্থনীতির নার্ভের মতো। ব্যাংকের অবস্থান এখন একটু ভাল হচ্ছে। বাংলাদেশ ব্যাংক কিছু লোকের একাউন্ট ফ্রিজ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।