বিনোদন ডেস্ক : তামিল তারকা এম সাসিকুমার অভিনীত অ্যাকশন-কমেডি সিনেমা ‘ট্যুরিস্ট ফ্যামিলি’র বাজেট মাত্র ১৬ কোটি রুপি! অথচ এই সিনেমাটিই বক্স অফিসে এখন পর্যন্ত আয় করলো প্রায় ৯০ কোটি রুপি!
মুক্তির দেড় মাসে বক্স অফিস যাত্রায় নিজের ক্যারিয়ারের আগের সব রেকর্ড ভেঙে ফেলেছেন এম সাসিকুমার! দেড় মাস পরে আয়ে কিছুটা ধীড় গতি দেখা গেলেও বক্স অফিসে এখনো ছবিটির চাহিদা রয়েছে!
সাসিকুমারের গত ১২ বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘কুট্টি পুলি’র চেয়েও ২৪২% বেশি আয় করেছে ‘ট্যুরিস্ট ফ্যামিলি’! এটাকে ক্যারিয়ারে সেরা সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ভারতের বক্স অফিসে এখন পর্যন্ত ছবিটির নেট আয় ৬১.৫৫ কোটি রুপি। ট্যাক্সসহ গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৭২.৬২ কোটিতে। পাশাপাশি বিদেশে আরও ১৫.৫৫ কোটি আয় করেছে ছবিটি। সবমিলিয়ে ‘ট্যুরিস্ট ফ্যামিলি’র বিশ্বব্যাপী মোট আয় এখন ৮৮.১৭ কোটি রুপি।
মাত্র ১৬ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিটি ভারত থেকেই নির্মাতাদের এনে দিয়েছে ৪৫.৫৫ কোটি রুপির মুনাফা! রিটার্ন অন ইনভেস্টমেন্ট হিসেবে লাভের হার দাঁড়ায় ২৮৪.৬৮%! বক্স অফিস বিশ্লেষকদের মতে, এই ছবিটি ‘সুপারহিট’ ট্যাগ অর্জন করেছে।
চলতি বছর সবচেয়ে লাভজনক তামিল ছবি এখন পর্যন্ত সুরির ‘মামান’, তবে ‘ট্যুরিস্ট ফ্যামিলি’ রয়েছে ঠিক তার পরেই দ্বিতীয় স্থানে। ‘থাগ লাইফ’, ‘ডেভিলস ডাবল নেক্সট লেভেল’ এবং ‘মামান’-এর মতো বড় প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও ছবিটি নিজের অবস্থান ধরে রেখেছে।
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুট্টি পুলি’ ছিল সাসিকুমারের সবচেয়ে সফল ছবি, যা আয় করেছিল ১৮ কোটি রুপি। এক দশকের বেশি সময় পর ‘ট্যুরিস্ট ফ্যামিলি’ সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। –কইমই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।