খেলাধুলা ডেস্ক : সৌম্য সরকারের চোট যেন পিছুই ছাড়ছে না। সদ্য সমাপ্ত বিপিএলে বেশিরভাগ ম্যাচেই চোটের কারণে মাঠে নামতে পারেননি বাঁহাতি এই ওপেনার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশগ্রহণ নিয়ে আশাবাদী ছিলেন নির্বাচকরা। আর সে কারণেই ইনজুরি শঙ্কা থাকলেও দলে রাখা হয়েছিল তাকে। তবে টুর্নামেন্টের আগ মুহূর্তে আবারও চোট পেয়েছেন সৌম্য।
চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সোমবার মিরপুর শের-ই বাংলায় সেন্টার উইকেটে ব্যাটিং করছিলেন সৌম্য, সেখানে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি বল তার ডান হাতের আঙুলে আঘাত করে, বল লাগার পর তখনই ব্যথায় লুটিয়ে পড়েন সৌম্য। এরপর ড্রেসিং রুম থেকে মাঠে দৌড়ে আসেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ দলের জন্য এই চোট বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ কিছুদিন আগেই ডান হাতের আঙুলের চোট থেকে সেরে উঠেছিলেন তিনি। সেই হাতেই পেলেন আবারও চোট। তবে ফিজিও জানিয়েছেন, বর্তমান চোটটি নাকি তেমন গুরুতর নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।