আবেদনময়ী লুকে উত্তাপ ছড়ালেন টয়া

আবেদনময়ী টয়া

বিনোদন ডেস্ক : ম্প্রতি মেরিল প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠানে কাট-আউট গাউনে বেশ আবেদনময়ী লুকে হাজির হয়েছিলেন টয়া।

আবেদনময়ী টয়া

সাজপোশাকে সব সময়ই সচেতন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উপস্থিতিও মুগ্ধ করে অনুরাগীদের। মিষ্টি হাসি আর অসাধারণ স্টাইলিংয়ের যুগলবন্দী দিয়েই মাত করেন ভক্তদের। সম্প্রতি মেরিল প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠানে বেশ আবেদনময়ী লুকে হাজির হয়েছিলেন টয়া।

নিজেই নিজের কাট আউট গাউনটিকে ‘আবেদনময়’ অভীধা দিয়েছেন তিনি। মেহের অফিশিয়ালসের এই কাট-আউট গাউনটিতে টয়ার চমৎকার ফিগার দারুণভাবে ফুটে উঠেছে।

বডিকন গাউনটি পুরো দৈর্ঘ্যের। সোনালি আভার বিলাসী স্যাটিন ফেব্রিকে ঝিকমিকে বিডসের কাজ করা।

হল্টারনেক প্যাটার্নের নেকলাইন। আর সবচেয়ে বেশি নজর কাড়ছে আকর্ষণীয় কাট আউট ডিজাইন।

গাউনের ডিজাইনের সঙ্গে মিলিয়ে কাট-আউটের জায়গায় সাদা স্টোনের বুদ্ধিদীপ্ত ব্যবহারে বেড়েছে আকর্ষণ।

এলিগেন্ট মেক ওভারের সাজে টয়ার পুরো লুকে এসেছে পূর্ণতা। গ্ল্যাম ফিনিশের মেক ওভারে পুরোপুরি ডিভা লাগছেন তিনি।

নতুন সিনেমায় কার সঙ্গে জুটি বাঁধছেন মিথিলা

শরীরের ওপরের অংশে শিমারের ব্যবহার লক্ষ্যনীয়। টেনে বেঁধে আপডু করা চুলে। কানে স্টাড পরেছেন টয়া। ব্রিক রেড শেডের লিপকালার আর সেমি স্মোকি চোখের সাজে মোহনীয় লাগছে এই সুন্দরী অভিনেত্রী।

ছবি: টয়ার ইন্সটাগ্রাম