বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এ বছরের শেষ নাগাদ টয়োটা নতুন ‘প্রাডো ফোর হুইল ড্রাইভ ওয়াগন’ উৎপাদনে যাচ্ছে এবং ২০২৪ সালের শুরুর দিকে এটি বাজারে পাওয়া যাবে।
গাড়ির মডেল নিয়ে কাজ করা ব্লগিং সাইট ড্রাইভের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বাজারে আসা টয়োটা প্রাডো ফোর হুইল ড্রাইভে ফোর সিলিন্ডার পেট্রোল এবং ডিজেল পাওয়ার থাকবে। তবে এতে ভি-৬ অপশনটি থাকবে না।
ড্রাইভের হাতে আসা তথ্য থেকে জানা গেছে, নতুন প্রাডোতে তিনটি ইঞ্জিন থাকছে। পাশাপাশি এটিতে ইতোমধ্যে বাজারে থাকা প্রোডোর মডেলের ২ দশমিক ৮ লিটারের টার্বো ডিজেল ফোর সিলিন্ডারও থাকছে।
তবে বাজারে লঞ্চের সময়ে এটিতে ভি-৬ অপশনটি থাকছে না। একই সঙ্গে এই গাড়িটিতে থাকা ইঞ্জিনগুলোর মধ্যে কোনোটি হাইব্রিড পাওয়ারের সঙ্গে সমঞ্জস্যপূর্ণ কি না, সে বিষয়েও স্পষ্ট জানা যায়নি।
২০২৩ সালের নভেম্বরের শুরুর দিকে ইউরোপের মতো বাজারে টয়োটা ল্যান্ডক্রুজার প্রাডোর উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে ড্রাইভ। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের প্রথম দিকে গাড়িটি বাজারে আসার ঠিক আগে এটির উন্মোচন করা হতে পারে।
এছাড়া পাওয়ার আউটপুটের বিষয়ে এখনো কোনো কিছু প্রকাশ্যে আসেনি। ২০২০ সালের বাজারে আসা বর্তমান মডেলে ১৫০কেডব্লিউ/৫০০এনএম পাওয়ার আউটপুট রয়েছে। যা আসন্ন এইচআইএলইউএক্স জিআর স্পোর্ট অফ-রোড ইউটিই এর সঙ্গে সমঞ্জস্য রেখে ১৬৫কেডব্লিউ/৫৫০এনএমে উত্তীর্ণ করা হতে পারে।
তাছাড়া ল্যান্ডক্রুজার ৩০০ সিরিজের ৩ দশমিক ৩ লিটার টুইন টার্বো ভি-৬ ডিজেল এফ৩৩এ-এফটিভি ইঞ্জিনটি নতুন মডেলের গাড়িতে থাকার বিষয়টি স্পষ্ট নয় বলে জানিয়েছে ড্রাইভ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।