বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা নতুন স্পোর্টস ইউটিলিটি ভেইকেল বা এসইউভি আনছে। এটি ছোট আকারের গাড়ি। কিন্তু ফিচারে ভরা।
এই গাড়ি টয়োটা এসইউভি নামেই বাজারে আসতে পারে। ইনোভা ক্রিস্টা ও ফরচুনারের মতই আরও একটি এসইউভি এবার টয়োটার ব্যানারে আসতে চলেছে। এই দুটি মডেলের ডিজাইনের মতই হবে গাড়িটির লুক, খরচও কমবে অর্থাৎ গাড়ির দামও কমবে। বাজেটের মধ্যেই এবার এসইউভিপ্রেমীরা কিনতে পারবেন এই গাড়ির মডেলটি।
ফরচুনারের লুকের সঙ্গে মিল রেখে আরেকটি ছোট আকারের টয়োটা এসইউভি আসছে বাজারে। রাগড মডেলের ৪ × ৪ ভেহিকল হিসেবে টয়োটার এই নতুন গাড়ি বেশ জনপ্রিয়তা লাভ করবে বলেই মনে করা হচ্ছে। নতুন এই এসইউভির কোনও ফরচুনার ব্র্যান্ডিং না থাকলেও ফরচুনারের নিচেই এসইউভি হিসেবে জায়গা করে নেবে এই নতুন মডেল। এমনকি হাইরাইডার মডেলটির উপরেই স্থান পাবে টয়োটার এই ছোট এসইভিটি।
রাগড অফারিংয়ে আসছে এই গাড়ি যাতে ২.৪ লিটার ডিজেল ও ২.০ লিটার পেট্রোলের ইঞ্জিন রয়েছে, তাও আবার ৪ × ৪ এবং ৪ × ২ অপশনে। নতুন এই সিরিজের নাম আইএভি সিরিজ ১ মডেল আইএমভি ০২। যা কিনা বাজারে অনেকটাই সাশ্রয়ী গাড়ি হিসেবে এবং রাগড মডেল হিসেবে ক্রমে জনপ্রিয় হয়ে উঠতে পারে বলেই বিশ্বাস।
গাড়ির ইন্টিরিয়রে একটা বেয়ারবোন লুক আছে যা আমাদের বাজারের জন্য উপযুক্ত। গাড়িপ্রেমীদের চাহিদার কথা মাথায় রেখেই বানানো হয়েছে এই গাড়িটি। এই টয়োটার নতুন মডেলের লুক অনেকটাই ল্যান্ড ক্রুজার প্রাডো সিরিজের গাড়ির সঙ্গে মিল রয়েছে। এতে থাকছে বুচ ডিজাইন। আশা করা হচ্ছে ফরচুনারের মত আন্ডারপিনিংগুলো একইরকম থাকবে এই গাড়িতে। এই গাড়ির দাম হবে ৫০ লাখ টাকার মধ্যেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।