বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টয়োটার জনপ্রিয় গাড়ি ল্যান্ড ক্রুজার। এটি একটি স্পোর্টস ইউটিলিটি ভেইকেল বা এসইউভি। এই গাড়ি শিগগিরই আসছে ইলেকট্রিক ভার্সনে। ল্যান্ড ক্রুজারের বৈদ্যুতিক ভার্সনের কনসেপ্ট জাপান মোবিলিটি শোতে প্রকাশ করবে টয়োটা।
এই ইভেন্টে টয়োটা নতুন ল্যান্ড ক্রুজার এসই ইলেকট্রিক এবং ইপিইউ ইলেকট্রিক পিক-আপ সহ অনেক কনসেপ্ট দেখাবে।
টয়োটা জানিয়েছে নতুন ল্যান্ড ক্রুজার ৩-সারির ইলেকট্রিক এসইউভি বিশ্বের অনেক চাহিদা পূরণ করে। এই প্রথম নতুন টয়োটা ল্যান্ড ক্রুজার নেমপ্লেট একটি মনোকোক প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
নতুন ল্যান্ড ক্রুজারের বৈদ্যুতিক ভার্সনটির দৈর্ঘ্য হবে ৫১৫০ মিলিমিটার। প্রস্থ ১৯৯০ মিলিমিটার। উচ্চতা ১৭০৫ মিলিমিটার এবং এর হুইলবেস ৩০৫০ মিলিমিটার।
বৈদ্যুতিক ল্যান্ড ক্রুজার ছাড়াও টয়োটা এই অনুষ্ঠানে পরবর্তী প্রজন্মের মাঝারি আকারের পিকআপ ট্রাক কনসেপ্ট দেখাবে। এটি একটি মনোকোক বডির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
টয়োটা ১৯৫১ সালে তাদের ল্যান্ড ক্রুজারের প্রথম গাড়ি বাজারে আনে। এত বছরে এই গাড়ির ডিজাইনে ব্যাপক পরিবর্তন এসেছে। এবার আসছে এর বৈদ্যুতিক সংস্করণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।