জুমবাংলা ডেস্ক : আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে এ তথ্য জানা গেছে। এক ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, উৎপাদনশীলতা বাড়ানোর কারণে সব অঞ্চলের গাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
বিশ্বের শীর্ষ এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, গত তিন মাসে কোম্পানির ১ দশমিক ১২ ট্রিলিয়ন ইয়েন বা ৭ দশমিক ৮৫ বিলিয়ন পরিচালন মুনাফা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৯৪ শতাংশ বেশি। গত বছর একই সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফা ছিল ৫৭৮ দশমিক ৬৬ বিলিয়ন ইয়েন।
প্রতিষ্ঠানটির এ মুনাফা রিফিনিটিভে বিশ্লেষকদের পূর্বাভাসও ছাড়িয়েছে। গত প্রান্তিকে টয়োটা গড়ে ৯৪৫ দশমিক ২২ বিলিয়ন ইয়েন মুনাফা করার অনুমান করছিলেন তারা।
এদিকে চলতি বছর প্রতি প্রান্তিকে ৩ ট্রিলিয়ন ইয়েন মুনাফার লক্ষ্যমাত্রা এখনও বজায় রেখেছে টয়োটা। কারণ, ৩ মাস আগে কোম্পানি যে পরিস্থিতির মুখে ছিল, সেই পরিস্থিতি এখনও খুব একটা পরিবর্তন হয়নি।
গত তিন মাসে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী প্রায় ২ দশমিক ৫৩ মিলিয়ন টয়োটা এবং লেক্সাস মডেলের গাড়ি বিক্রি করেছে, যা এক বছর আগের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।