বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কখনও শুনেছেন একটি গাড়ির মাইলেজ ১০৭ কিলোমিটার! অসম্ভবকে সম্ভব করে তুলেছে এই চার চাকা। গাড়িতে সর্বোচ্চ কত মাইলেজ পাওয়া যায়? ২০ কিলোমিটার, ৩০ কিলোমিটার।
শুনলে অবাক হবেন যে গাড়ির কথা বলতে চলেছি তার জ্বালানি দক্ষতা ১০৭ কিলোমিটার না এটি কোনও বৈদ্যুতিক গাড়ি নয়। রয়েছে ফুয়েল ট্যাংক এবং ইঞ্জিন। বিশ্বজুড়ে তাক লাগিয়ে দিয়েছে এই চার চাকা।
গাড়িটির নাম Toyota RAV4। এটি একটি SUV। গাড়িটি সামনে এনেছেন ভারতীয় ইউটিউবার রজনী চৌধুরী। ইন্দোনেশিয়ার অটো শো-তে Toyota RAV4 হাইব্রিড GR এডিশনটি সামনে আনে। সাধারণত পেট্রল চালিত গাড়িতে এই পরিমাণ মাইলেজ পাওয়া অসম্ভব।
এই চার চাকায় রয়েছে বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট স্ক্রিন, ওয়্যারলেস অ্যাপেল কার প্লে, ওয়্যারলেস চার্জিং, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল JBL সাউন্ড সিস্টেম, ডুয়াল জোন AC, ইলেক্ট্রনিক পার্কিং ব্রেক, টাইপ-সি চার্জিং পোর্ট, আর্মরেস্ট সহ একগুচ্ছ ফিচার্স।
গাড়িতে ইঞ্জিন রয়েছে ২.৫ লিটার ৪ সিলিন্ডার পেট্রল হাইব্রিড ইঞ্জিন যা সর্বোচ্চ ৩০৬ হর্সপাওয়ার এবং ২২৭ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। বাড়তি শক্তি এবং টর্ক উত্পন্ন করার জন্য রয়েছে CVT অটোমেটিক গিয়ারবক্স। গাড়িতে মাইলেজ পাওয়া যায় ১০৭ কিলোমিটার প্রতি লিটার।
শুধু মাইলেজ নয়। গাড়ির সুরক্ষাতেও রয়েছে চমক। 8টি এয়ারব্যাগ, অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম, ইলেক্ট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন, ট্র্যাকশন কন্ট্রোল, সিট বেল্ট ওয়ার্নিং, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম সহ একাধিক নিরাপত্তা ফিচার্স রয়েছে এই চার চাকায়।
ছবিটি জুম করে দেখুন একটি গাড়ি আলাদা, খুঁজে পেলেই আপনি জিনিয়াস
গাড়িতে রয়েছে LED হেডল্যাম্প, LED DRL, স্পোর্টি বাম্পার সহ আধুনিক ইন্টিরিয়র ও এক্সটিরিয়র ডিজাইন। গাড়ি যিনি চালাবেন তার জন্য রয়েছে মেমরি সিট ফাংশন ও ড্রাইভারের সুবিধার্থে অটো ফোল্ডিং ইলেক্ট্রনিক ORVM।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।